Site Logo | সোমবার, ০৮ সেপ্টেম্বর ২০২৫
ব্রেকিং নিউজ

বিশ্বকাপ বয়কটের পথে পাকিস্তান

বিশ্বকাপ বয়কটের পথে পাকিস্তান

পাকিস্তান হকি ফেডারেশন। ‍ছবি : সংগৃহীত

Advertisement

চলমান হকি এশিয়া কাপে সুপার ফোর নিশ্চিত করেছে ভারত। এই টুর্নামেন্টে খেলার কথা ছিল পাকিস্তানেরও। নানা নাটকীয়তার পর নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে টুর্নামেন্ট থেকে নিজেদের নাম সরিয়ে নেয় পাকিস্তান। এবার ছেলেদের জুনিয়র হকি বিশ্বকাপ বয়কটের পথে পাকিস্তান হকি ফেডারেশন।

আন্তর্জাতিক হকি ফেডারেশন কর্তৃক আয়োজিত জুনিয়র হকি বিশ্বকাপ ভারতের চেন্নাইয়ে আগামী ২৮ নভেম্বর থেকে ১০ ডিসেম্বর পর্যন্ত হওয়ার কথা রয়েছে। পাকিস্তান হকি ফেডারেশনের (পিএইচএফ) সভাপতি তারিক বুগটি এক সাক্ষাৎকারে বলেন, ‘পাকিস্তান জুনিয়র হকি দল হকি বিশ্বকাপে অংশ নেবে না। বর্তমান পরিস্থিতিতে আমাদের পক্ষে ভারতে ভ্রমণ করা সম্ভব নয়।’

বুগটি আরও বলেন, ‘পাকিস্তানের সঙ্গে সংঘাতের জন্য এশিয়া কাপ খেলতে আমাদের ভারতে যাওয়া অসম্ভব ছিল। উভয় পক্ষেই প্রায় যুদ্ধের মতো পরিস্থিতি তৈরি হয়েছিল। এমন অবস্থায় এখন বা ভবিষ্যতেও ভারত যেতে পারব না আমরা। কারণ, পরিস্থিতি বদলায়নি। যদি ভারতীয় ক্রিকেট দল এখানে আসতে না পারে, তাহলে পাকিস্তানের হকি দলও ভারতে যাবে না।’

Advertisement

এ নিয়ে আনুষ্ঠানিক কোনো বিবৃতি দেয়নি ভারতের হকি ফেডারেশন। তবে পাকিস্তান না থাকলে টুর্নামেন্টের আমেজ কিছুটা কমতে পারে বলে মনে করেন হকির বিশেষজ্ঞরা।

এর আগে, গত শনিবার হকি ইন্ডিয়ার সেক্রেটারি জেনারেল ভোলা নাথ সিংহ জানিয়েছিলেন, পাকিস্তান আসন্ন বিশ্বকাপে অংশ নেবে।

Advertisement
Advertisement
Advertisement
Loading...
×