টি-টোয়েন্টি সিরিজ খেলতে ডাচরা এখন সিলেটে

নেদারল্যান্ডস ক্রিকেট দল, ছবি: সংগৃহীত
তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশে এসে পৌঁছেছে নেদারল্যান্ডস ক্রিকেট দল। আজ বুধবার (২৭ আগস্ট) সকাল ৮টা ৪০ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নেমেছে সফরকারী দলটি। দ্বিপক্ষীয় সিরিজ খেলতে প্রথমবারের মতো বাংলাদেশ সফরে এলো ডাচরা।
সিরিজের সবকটি ম্যাচ অনুষ্ঠিত হবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। সে লক্ষ্যে দুপুর ১২টা ৩০ মিনিটে সিলেটগামী ফ্লাইটে উঠে পড়েছে নেদারল্যান্ডস দল। ইতোমধ্যে বাংলাদেশ দলও অবস্থান করছে সিলেটে। ২০ আগস্ট থেকেই সেখানে অনুশীলন চালিয়ে যাচ্ছেন লিটন দাসরা।
এর আগে আগস্টে ভারতের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে ও তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলার কথা ছিল বাংলাদেশের। তবে সরকারের সবুজ সংকেত না মেলায় বিসিসিআই সফরটি বাতিল করে। ফলে এশিয়া কাপের আগে দীর্ঘ দেড় মাস কোনো আন্তর্জাতিক ম্যাচ ছিল না বাংলাদেশের। সে শূন্যতা পূরণ করতেই বিসিবির আমন্ত্রণে তিন ম্যাচের এই সিরিজ খেলতে এসেছে নেদারল্যান্ডস।
সফরকারী দলটি সিলেটে পৌঁছে আজ বিশ্রামে থাকবে। আগামীকাল সন্ধ্যায় এবং পরশু দুপুরে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুশীলনে নামবে তারা।
বাংলাদেশ-নেদারল্যান্ডস সিরিজ মাঠে গড়াবে আগামী ৩০ আগস্ট। বাকি দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে ১ ও ৩ সেপ্টেম্বর। প্রতিটি ম্যাচই শুরু হবে সন্ধ্যা ৬টায়।