এসএ২০-এর নিলামে ২৩ বাংলাদেশি ক্রিকেটার

সাকিব, মুশফিক, তামিম, মাহমুদউল্লাহ, ছবি: সংগৃহীত
দক্ষিণ আফ্রিকার ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট এসএ২০–এর ড্রাফটে স্থান পেয়েছে বাংলাদেশের ২৩ ক্রিকেটার। লিগের চতুর্থ আসর শুরু হবে আগামী ২৬ ডিসেম্বর, তার আগে ৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে নিলাম।
এবারের আসরে দেশি–বিদেশি মিলিয়ে মোট ৭৮২ ক্রিকেটার ড্রাফটে নাম জমা দিয়েছেন। এর মধ্যে স্বাগতিক দক্ষিণ আফ্রিকার ৩২৮ জন এবং বিদেশি ক্রিকেটার ৪৫৪ জন। বিদেশিদের মধ্যে সর্বোচ্চ ১৫৩ জন খেলোয়াড় এসেছেন ইংল্যান্ড থেকে।
এছাড়া ওয়েস্ট ইন্ডিজের ৫০, পাকিস্তানের ৪০, শ্রীলঙ্কার ৩৬, আফগানিস্তানের ২৭, ভারতের ১৩ এবং সংযুক্ত আরব আমিরাত ও স্কটল্যান্ড থেকে ১১ জন করে খেলোয়াড় আছেন। কম্বোডিয়া, উগান্ডা ও মালয়েশিয়ার একজন করে ক্রিকেটারও নাম লিখিয়েছেন ড্রাফটে।
তাদের বাইরে জিম্বাবুয়ে, আয়ারল্যান্ড ও নেদারল্যান্ডসের ১০ জন করে ক্রিকেটার আছেন। নিউজিল্যান্ডের ৯, নামিবিয়ার ৫ এবং অস্ট্রেলিয়া, কানাডা ও নেপালের তিনজন করে ক্রিকেটার রয়েছেন ড্রাফটে।
গত আইপিএলের ড্রাফটে সাড়া জাগিয়েছিলেন জেমস অ্যান্ডারসন। আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের পর ফের টি-টোয়েন্টি ফরম্যাটে নাম লিখিয়ে সবাইকে চমকে দেন ইংল্যান্ডের সাবেক এই তারকা পেসার। অবসরের পর তিনি প্রথম শ্রেণির ১৭টি ম্যাচ খেলার পাশাপাশি ভাইটালিটি ব্লাস্ট টি-টোয়েন্টি এবং দ্য হান্ড্রেডে ম্যানচেস্টার অরিজিনালসের হয়ে মাঠে নেমেছেন। ৪৩ বছর বয়সেও তিনি এবার খেলতে চান এসএ২০–তে।