Site Logo | সোমবার, ০৮ সেপ্টেম্বর ২০২৫
ব্রেকিং নিউজ

‘আমি ক্রিকেটার, সন্ত্রাসী নই’

‘আমি ক্রিকেটার, সন্ত্রাসী নই’

তামিম ইকবাল। ছবি : সংগৃহীত

Advertisement

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আসন্ন নির্বাচনের আগে হঠাৎই আলোচনায় উঠে এসেছে এক অভিযোগ। বিসিবির বর্তমান সভাপতি আমিনুল ইসলাম বুলবুল দাবি করেছেন, অজ্ঞাত নম্বর থেকে তিনি হুমকিমূলক ফোনকল পেয়েছেন। আর যেহেতু নির্বাচনে তার প্রতিদ্বন্দ্বী হতে যাচ্ছেন তামিম ইকবাল, তাই অভিযোগের আঙুল স্বাভাবিকভাবেই গিয়েছে তার দিকেই। তবে এসব অভিযোগ একেবারেই উড়িয়ে দিয়েছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক।

দেশের একটি টিভি চ্যানেলের এক অনুষ্ঠানে তামিম বলেন, ‘আমি ক্রিকেটার, সন্ত্রাসী কেউ না। আমি সন্ত্রাসী নই (হাসি)। যদি সত্যিই এমন কিছু হয়ে থাকে, তবে সেটা খুবই দুঃখজনক। তবে বিষয়গুলো পরিষ্কারভাবে বলা উচিত। মাঝেমধ্যে বুলবুল ভাইয়ের মন্তব্য প্রশ্ন রেখে দেয়।’

বুলবুলের অভিযোগ প্রসঙ্গে তামিমের মন্তব্য, ‘যদি ফোনে এমন কোনো কল এসে থাকে, তবে নিশ্চয়ই নাম্বারটাও থাকবে। আমাদের দেশে যথেষ্ট ইন্টেলিজেন্স আছে, সহজেই বের করা সম্ভব কে কল করেছে। যদি নিরাপত্তা নিয়ে শঙ্কা থাকে, তবে নাম্বারসহ বিষয়টি উল্লেখ করে চিঠি দেয়া উচিত। আর যদি এমন কিছু না হয়ে থাকে, তবে সেটাও পরিষ্কার জানানো দরকার।’

Advertisement

তিনি আরও বলেন, ‘জিডি করার সুযোগ আছে। প্লেয়ার্স টার্ম খুব গুরুত্বপূর্ণ। মাঝামাঝি রেখে দিলে শুধু বিভ্রান্তি তৈরি হয়।’

অভিযোগ প্রসঙ্গ ছাড়াও বিসিবি সভাপতির কাজ নিয়ে সরাসরি মন্তব্য এড়িয়ে গেছেন তামিম। ফারুক আহমেদের বিদায়ের পর দায়িত্ব পাওয়া বুলবুলের কাজের মূল্যায়ন করতে চাননি তিনি।

‘আমি শুনেছি উনি অনেক কাজ করছেন, তবে সেভাবে কিছু চোখে পড়েনি। আসলে তিন মাস খুব কম সময়। ইতিবাচক বা নেতিবাচক যেটাই বলি, এখনই সেটা বলা ন্যায্য হবে না।’

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Loading...
×