Site Logo | সোমবার, ০৮ সেপ্টেম্বর ২০২৫
ব্রেকিং নিউজ

নাসুমকাণ্ডে এবার মুখ খুললেন মুমিনুল

নাসুমকাণ্ডে এবার মুখ খুললেন মুমিনুল

নাসুম ও মুমিনুল। ‍ছবি : সংগৃহীত

Advertisement

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের স্পিনার নাসুম আহমেদের বাবা আক্কাস আলী অভাবের তাড়নায় সিকিউরিটি গার্ডের চাকরি করছেন। ছেলে নাসুমের সঙ্গে চার বছরের বেশি সময় ধরে যোগাযোগ না থাকার কারণে তিনি বাধ্য হয়ে মাসিক ৮ হাজার টাকার বেতনে হাউজিং এস্টেটে নিরাপত্তা রক্ষীর দায়িত্ব পালন করছেন। গতকাল থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে এমন সংবাদ। এ নিয়ে তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন নোটিজেনরা। হতবাক নাসুমের ভক্ত অনুরাগীরা।

সামাজিক যোগাযোগমাধ্যমে ক্রিকেট ভক্ত, সমর্থকরা নানা ধরনের মন্তব্য করেন। অনেকেই মাতেন সমালোচনায়। আবার অনেকেই বলেন আসল ঘটনা না জেনে মন্তব্য করা উচিত নয়। ক্রিকেটাঙ্গনে যখন আলোচনায় নাসুমের ঘটনা ঠিক তখনই এ ইস্যুতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে স্ট্যাটাস দিলেন টেস্ট দলের সাবেক অধিনায়ক মুমিনুল হক। জানান, ক্রিকেটারদের ব্যক্তিগত বিষয়ের চেয়ে মাঠের পারফরম্যান্স নিয়েই আলোচনা হওয়া উচিত।

মুমিনুল লেখেন, মাঠের পারফরম্যান্সই আলোচনার বিষয় হওয়া উচিত, ব্যক্তিগত জীবন নয়—আমাদের এসব বিষয়ে আরও দায়িত্বশীল হওয়া উচিত। সাবেক অধিনায়কের এই পোস্টে নানা মন্তব্য করেন ভক্তরা। অনেকে মনে করেন, ব্যক্তিগত বিষয় সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করাই উচিত না।

Advertisement

এদিকে নিজের বাবাকে মাসে মাসে টাকা দিয়ে দায়িত্ব পালন করছেন জানিয়ে নাসুম আহমেদ বলেন, ‘আমি তো আমার দায়িত্ব পালন করে যাচ্ছি। পার্থক্য এটাই উনি আমাদের সঙ্গে থাকেন না। মাসে মাসে ওনাকে একটা নির্দিষ্ট পরিমাণ টাকা দিতে হবে, যা আমি দিচ্ছি। যেহেতু উনি ওনার কাজ করবে এবং নিজের মতো করে থাকবে সেখানে আমার তো কিছু করার নেই।’

২০২১ সালে ক্যারিয়ারের শুরুতে নাসুম জন্মস্থান নিয়ে বিতর্কে জড়িয়ে পড়েন। সে সময় সুনামগঞ্জের দিরাই উপজেলার সন্তান হিসেবে প্রচারণা চালালেও নাসুম নিজেকে সিলেট জেলার বলে দাবি করেন এবং জেলা ক্রীড়া সংস্থার ওপর থাকা নিষেধাজ্ঞার যৌক্তিকতা নিয়েও প্রশ্ন তোলেন।

Advertisement
Advertisement
Advertisement
Loading...
×