Site Logo | সোমবার, ০৮ সেপ্টেম্বর ২০২৫
ব্রেকিং নিউজ

মুক্তিযোদ্ধা ও সাংবাদিক মান্না রায়হান মারা গেছেন

মুক্তিযোদ্ধা ও সাংবাদিক মান্না রায়হান মারা গেছেন

বিশিষ্ট সাংবাদিক, কবি ও সাহিত্যিক বীর মুক্তিযোদ্ধা মান্না রায়হান। ছবি : সংগৃহীত

Advertisement

সিরাজগঞ্জের বিশিষ্ট সাংবাদিক, কবি ও সাহিত্যিক বীর মুক্তিযোদ্ধা মান্না রায়হান মারা গেছেন। রোববার (৭ সেপ্টেম্বর) ভোর ৫টায় এনায়েতপুর খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মারা যান তিনি।

তার বয়স হয়েছিল ৭১ বছর। তিনি স্ত্রী ও দুই ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

মরহুমের ছোট ছেলে সিদ্দিকুল আওয়ালিন অমিয় বিষয়টি নিশ্চিত করে বলেন, ১ সেপ্টেম্বর হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তার বাবা মান্না রায়হান। ওইদিন তাকে এনায়েতপুর খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তিন দিন ভর্তি থাকার পর সুস্থ হয়ে বাড়ি ফেরেন।

Advertisement

তিনি আরও বলেন, রোববার ভোরে আবারও অসুস্থ হয়ে পড়েন তিনি। তাকে এনায়েতপুর হাসপাতালে নেওয়ার পথে ভোর ৫টায় মারা যান। আসরের নামাজের পর ভিক্টোরিয়া হাইস্কুল মাঠে জানাজা শেষে রহমতগঞ্জ কবরস্থানে বাবাকে দাফন করা হয়েছে।

মান্না রায়হান শহরের ভিক্টোরিয়া কোয়ার্টার এলাকার মৃত মুজিবুর রহমানের ছেলে এবং বীর মুক্তিযোদ্ধা ও কবি আব্দুর রউফ পাতার ছোট ভাই। ১৯৭১ সালের মহান স্বাধনীতাযুদ্ধে দেশমাতৃকার মুক্তির লড়াইয়ে সক্রিয় অংশগ্রহণ করেন তিনি। সিরাজগঞ্জ প্রেস ক্লাবের সদস্যও ছিলেন। সাংবাদিকতার পাশাপাশি বেশ কিছু কবিতা, গল্প ও প্রবন্ধ রচনা করেছেন।

Advertisement
Advertisement
Advertisement
Loading...
×