Site Logo | সোমবার, ০৮ সেপ্টেম্বর ২০২৫
ব্রেকিং নিউজ

পাক-ভারত লড়াইয়ে পাকিস্তান'কে এগিয়ে রাখলেন ওয়াসিম আকরাম

পাক-ভারত লড়াইয়ে পাকিস্তান'কে এগিয়ে রাখলেন ওয়াসিম আকরাম

ওয়াসিম আকরাম, ছবি: সংগৃহীত

Advertisement

আর কিছুদিন পরেই শুরু হবে এশিয়া কাপ। যেখানে দেখা যাবে পাক-ভারত দ্বৈরথ। ক্রিকেটের দুই চির প্রতিদ্বন্দ্বির লড়াই দেখার অপেক্ষায় পুরো ক্রিকেট বিশ্ব। রাজনৈতিক কারণে আইসিসির ইভেন্ট ব্যতীত দেখা যায় না ক্রিকেটের এই দুই পরাশক্তিকে। তাই ভারত-পাকিস্তান মানেই হাইভোল্টেজ ম্যাচ। যে ম্যাচ ঘিরে কথার লড়াইয়ে মেতে উঠে সাবেকরাও। 

এশিয়া কাপ ক্রিকেটে দুই দল মুখোমুখি হচ্ছে আগামী ১৪ সেপ্টেম্বর। এ ম্যাচটি ঘিরে জলঘোলাও কম হয়নি। দুই দেশের রাজনৈতিক বৈরিতার কারণে ম্যাচটি হওয়া বা না হওয়া নিয়ে অনেক কথা উঠেছে। তবে সব গুঞ্জনকে পাশ কাটিয়ে ম্যাচটি মাঠে গড়াতে যাচ্ছে। ম্যাচটি নিয়ে টেলিকম এশিয়া স্পোর্টকে দেওয়া এক সাক্ষাৎকারে কথা বলেছেন পাকিস্তানের কিংবদন্তি ক্রিকেটার ওয়াসিম আকরাম। খেলোয়াড়দের মতোই দর্শকদেরও খেলাধুলোর চেতনাকে সম্মান জানাতে হবে বলে জানান তিনি।

সমর্থকদের উদ্দেশে ওয়াসিম আকরাম বলেন, সমর্থকদেরও শৃঙ্খলা দেখাতে হবে। এ ধরনের হাইভোল্টেজ ম্যাচে শৃঙ্খলা বজায় রেখে ম্যাচের সৌন্দর্য ধরে রাখাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। পাকিস্তানের সাবেক অধিনায়ক বলেন, ফর্মের বিচারে ভারতই এই ম্যাচে ফেভারিট। ভারত সম্প্রতি ভালো ফর্মে আছে, তাই তারা ফেভারিট হিসেবেই টুর্নামেন্ট শুরু করবে। তবে ম্যাচের দিন যে দল চাপ সামলাতে পারবে, তারাই জয় পাবে।

Advertisement

আগামী ৯ থেকে ২৮ সেপ্টেম্বর সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হতে যাচ্ছে এশিয়া কাপের এবারের আসর। টি-টোয়েন্টি সংস্করণে আয়োজিত হতে যাওয়া এ টুর্নামেন্টে ভারত-পাকিস্তান ছাড়াও ‘এ’ গ্রুপে রয়েছে ওমান ও সংযুক্ত আরব আমিরাত। অন্যদিকে ‘বি’ গ্রুপে আছে বাংলাদেশ, শ্রীলংকা, আফগানিস্তান ও হংকং।




Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Loading...
×