নারী চ্যাম্পিয়নশিপে প্রতিপক্ষ আজ নেপাল

ছবি: সংগৃহীত
সাফ অনূর্ধ্ব-১৭ নারী চ্যাম্পিয়নশিপে আবারও নেপালের মুখোমুখি হতে যাচ্ছে বাংলাদেশ। প্রথম ম্যাচে হিমালয়কন্যাদের ৩-০ গোলে হারিয়েছিল লাল-সবুজের মেয়েরা। এবারও লক্ষ্য একই—জয় তুলে নিয়ে পয়েন্ট তালিকায় আরও ওপরে ওঠা। ভুটানের চাংলিমিথাং স্টেডিয়ামে বাংলাদেশ সময় বিকেল ৩টায় শুরু হবে ম্যাচটি।
এবারের আসরে খেলছে মাত্র চারটি দল—ভারত, বাংলাদেশ, নেপাল ও ভুটান। পাকিস্তান, শ্রীলঙ্কা ও মালদ্বীপ না খেলায় প্রতিযোগিতা হচ্ছে ডাবল লিগ ভিত্তিতে। অর্থাৎ, প্রতিটি দল অপর তিন দলের বিপক্ষে খেলবে দুবার করে।
প্রথম লেগ শেষে নয় পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে রয়েছে ভারত। তারা ৭-০ গোলে নেপাল, ২-০ গোলে বাংলাদেশ এবং ৮-০ গোলে ভুটানকে হারিয়েছে। ছয় পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে বাংলাদেশ। ভুটানকে ৩-১ এবং নেপালকে ৩-০ গোলে হারালেও ভারতের কাছে ২-০ গোলে হারতে হয়েছে মেয়েদের।
শিরোপা জয়ের দৌড়ে এগিয়ে রয়েছে ভারত, তবে বাংলাদেশও আশা করছে ফিরতি লেগে শক্তিশালী প্রতিপক্ষকে হারিয়ে চমক দেখানোর। তবে সমান পয়েন্ট হলেও গোল পার্থক্যে ভারত এগিয়ে থাকায় কাজটা কঠিনই হবে। তবুও সহকারী কোচ আবুল হোসাইন জানালেন, দ্বিতীয় লেগের তিন ম্যাচেই জয়ের লক্ষ্য নিয়েই খেলবে দল।
মঙ্গলবার থিম্পু থেকে ভিডিও বার্তায় তিনি বলেন,
“প্রথম লেগে মেয়েরা প্রত্যাশিত খেলা উপহার দিতে পারেনি। এখন লক্ষ্য সব ম্যাচ জিতে শিরোপার দিকে এগিয়ে যাওয়া। আপনাদের সকলের দোয়া চাই।
আগের দিন আরেক সহকারী কোচ মাহমুদা আক্তার বলেন, “প্রথম তিন ম্যাচ ভালোভাবে শেষ করেছি আমরা। ইনজুরিগুলো কেটে গেছে। আগের ছোটখাটো ভুলগুলো শুধরে নিয়েছে মেয়েরা। পরের ম্যাচগুলোতে যেন সেগুলো না হয়, সেই চেষ্টা থাকবে।”