Site Logo | রবিবার, ০৭ সেপ্টেম্বর ২০২৫
ব্রেকিং নিউজ

বিশ্রামে বেন ডাকেট, ডাক পেলেন স্যাম কারান

বিশ্রামে বেন ডাকেট, ডাক পেলেন স্যাম কারান

বেন ডাকেট। ‍ছবি : সংগৃহীত

Advertisement

ওপেনিং ব্যাটার বেন ডাকেটকে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজের জন্য বিশ্রাম দিয়েছে ইংল্যান্ড। ডাকেটের পরিবর্তে এ বছর প্রথমবারের মত দলে ডাক পেয়েছেন স্যাম কারান।

সব ধরনের ফরম্যাটে ইংল্যান্ড দলে প্রথম পছন্দের খেলোয়াড় হিসেবে নিজেকে প্রমাণ করেছেন ডাকেট। কিন্তু প্রোটিয়াদের বিপক্ষে এ সপ্তাহের দুই ওয়ানডেতে ৫ ও ১৪ রান করে তিনি হতাশ করেছেন। হেডিংলি ও লর্ডসে দুই ম্যাচে পরাচিজত হয়ে ইতোমধ্যেই ইংল্যান্ড তিন ম্যাচ সিরিজে ২-০ তে পিছিয়ে পড়েছে। রোববার সাউদাস্পটনে তৃতীয় ও শেষ ওয়ানডে অনুষ্ঠিত হবে।

ভারতের বিপক্ষে ঘরের মাঠে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজে বাঁহাতি ব্যাটার ডাকেট দলকে দারুণভাবে সহযোগিতা করেছেন। এরপর ঘরোয়া হান্ড্রেড প্রতিযোগিতায় ব্যাট হাতে দুর্দান্ত পারফর্ম করেন তিনি। নভেম্বরে আ্যশেজ সিরিজে ইংল্যান্ডের টপ অর্ডারের ভরসার নাম ডাকেট।

Advertisement

যদিও লর্ডসের ম্যাচে পরাজিত হওয়ার পরপরই ডাকেটকে বিশ্রাম দেবার বিষয়টি মেনে নেননি ইংল্যান্ডের সাদা বলের অধিনায়ক হ্যারি ব্রুক। একইসাথে সারে অলরাউন্ডার কারানের অন্তর্ভূক্তি নিয়েও পুনরায় চিন্তা করার পক্ষে অনেকেই মত দিয়েছেন। কারানের সিম বোলিং অলরাউন্ডার প্রতিভা দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বিশেষ গুরুত্ব পাচ্ছে। বিশেষ করে লর্ডসে অনিয়মিত স্পিনার জ্যাকব বেথেল ও উইল জ্যাকস মিলে ১০ ওভারে ১১২ রান দিয়েছিলেন।

ইংল্যান্ডের সাবেক তারকা স্টুয়ার্ট ব্রড আ্যশেজ সিরিজের আগে সব ধরনের ফরম্যাটে যারা নিয়মিত তাদের ওপর জোর দেবার গুরুত্ব দিয়েছেন।

Advertisement
Advertisement
Advertisement
Loading...
×