Site Logo | সোমবার, ০৮ সেপ্টেম্বর ২০২৫
ব্রেকিং নিউজ

আকাশ চোপড়ার সেই খোঁচার জবাবে যা বললেন জাকের আলী

আকাশ চোপড়ার সেই খোঁচার জবাবে যা বললেন জাকের আলী

আকাশ চোপড়া ও জাকের আলী । ‍ছবি : সংগৃহীত

Advertisement

টি-টোয়েন্টি ফরম্যাটের এশিয়া কাপের পর্দা উঠছে ৯ সেপ্টেম্বর। নিজেদের প্রথম ম্যাচে ১১ ‍সেপ্টেম্বর হংকংয়ের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। এশিয়া কাপে খেলার উদ্দেশ্যে রোববার প্রথম বহরে দেশ ছেড়েছেন অধিনায়ক লিটন দাসসহ একাধিক ক্রিকেটার, স্টাফরা। তার আগে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন দলের গুরুত্বপূর্ণ ক্রিকেটার জাকের আলী অনিক।

ভারতের সাবেক ওপেনার ও ক্রিকেট বিশ্লেষক আকাশ চোপড়া এশিয়া কাপ শুরুর আগেই বাংলাদেশকে খোঁচাই দিয়ে বসেন। তিনি বলেন, গতবার শেষ চারে খেলা বাংলাদেশ এবার গ্রুপ পর্বই পেরোতে পারবে না। ভারতীয় ক্রিকেটারের বিষয়টা কানে গেছে জাকের আলীরও। টাইগার এই ক্রিকেটার অবশ্য এসব কথাকে গুরুত্ব দিচ্ছেন না। রোববার গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি বলেন, ‘কাউকে জবাব দেওয়ার কিছু নেই। আমরা আমাদের সেরা ক্রিকেটটা খেলব। আমরা সবাই বিশ্বাস করি, ও রকম (চ্যাম্পিয়ন) মাইন্ডসেট নিয়েই যাচ্ছি।’

এশিয়া কাপের উদ্দেশ্যে দেশ ছাড়ার আগে বাংলাদেশের ক্রিকেটার জাকের আলী অনিক জানিয়েছেন অংশগ্রহণ নয় বরং শিরোপাতেই চোখ বাংলাদেশের। তিনি বলেন, ‘দল শুধু অংশগ্রহণের জন্য যাচ্ছে না, বরং চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য নিয়েই যাচ্ছে।’ দলের ইতিবাচক মানসিকতা এবং প্রস্তুতি বাংলাদেশকে ভালো খেলতে সাহায্য করবে বলেও বিশ্বাস করেন জাকের আলী।

Advertisement

জাকের আলী বলেন, ‘অবশ্যই আমরা ভালো করার চেষ্টা করব। প্রত্যেকটা ম্যাচে স্টেপ বাই স্টেপ ভালো করার চেষ্টা থাকবে আমাদের। এর জন্য ভালো প্রস্তুতিও নেওয়া হয়েছে। সবমিলিয়ে আমাদের মূল লক্ষ্য চ্যাম্পিয়ন হওয়া। আমরা মনেপ্রাণে বিশ্বাস করি, ওইরকম মাইন্ড সেট নিয়েই যাচ্ছি। ইনশাআল্লাহ আমরা চ্যাম্পিয়ন হওয়ার জন্যই যাচ্ছি।

এবারের আসরে প্রথমবারের মতো এশিয়া কাপে খেলবে সর্বোচ্চ ৮ দল। সরাসরি অংশ নিয়েছে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলংকা ও আফগানিস্তান। বাছাইপর্ব পেরিয়ে খেলবে সংযুক্ত আরব আমিরাত, ওমান ও হংকং। ৮ দল দুই গ্রুপে ভাগ হয়ে খেলবে। গ্রুপ এ তে আছে ভারত, ওমান, পাকিস্তান ও সংযুক্ত আরব আমিরাত। গ্রুপ বি তে আছে বাংলাদেশ, হংকং, শ্রীলংকা ও আফগানিস্তান।

Advertisement
Advertisement
Advertisement
Loading...
×