Site Logo | সোমবার, ০৮ সেপ্টেম্বর ২০২৫
ব্রেকিং নিউজ

পাক-ভারত ম্যাচের সবচেয়ে কম দামী টিকিটও ১৫ হাজার টাকা

পাক-ভারত ম্যাচের সবচেয়ে কম দামী টিকিটও ১৫ হাজার টাকা

সংগৃহীত ছবি।

Advertisement

টি ২০ এশিয়া কাপ শুরু হবে ৯ সেপ্টেম্বর। সবার চোখ ১৪ সেপ্টেম্বর ভারত-পাকিস্তান ম্যাচে। পেহেলগাম-কাণ্ডের পর দুই চিরপ্রতিদ্বন্দ্বী এই প্রথম মুখোমুখি হবে।

সেই মেগা ম্যাচের টিকিট বিক্রি শুরু হয়েছে। ভারত-পাক ম্যাচ মাঠে বসে দেখতে গেলে কত খরচ করতে হবে? কীভাবে কিনবেন টিকিট?

এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি) ইতোমধ্যে সমর্থকদের জন্য টিকিট বুকিং পোর্টাল খুলেছে। এসিসির বিজ্ঞপ্তি অনুসারে, টিকিট বুক করার সময় ভক্তরা তিনটি ভিন্ন প্যাকেজ থেকে টিকিট বেছে নিতে পারবেন।

Advertisement

কী সেই তিনটি প্যাকেজ
প্যাকেজ ১ : এর মধ্যে গ্রুপ ‘এ’ ম্যাচের টিকিট অন্তর্ভুক্ত। অর্থাৎ ভারত, পাকিস্তান, ওমান এবং আরব আমিরাতের ম্যাচের টিকিট সবচেয়ে কম দামি টিকিট ৪৭৫ দিরহাম (বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৫৭০০ টাকা)।
প্যাকেজ ২ : এর মধ্যে অন্তর্ভুক্ত সুপার ফোরের ম্যাচের টিকিট। এ প্যাকেজের সবচেয়ে কম দাবি টিকিট ৫২৫ দিরহাম (বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৭৪০০ টাকা)।
প্যাকেজ ৩ : এ প্যাকেজ এমনভাবে তৈরি, যা সমর্থকদের দুটি সুপার চার ম্যাচের টিকিট কেনার সুযোগ দেবে। অ২ বনাম ই২ (২৫ সেপ্টেম্বর), অ১ বনাম ই১ (২৬ সেপ্টেম্বর)। এই প্যাকেজের মধ্যেই থাকছে এশিয়া কাপ ফাইনালের (২৮ সেপ্টেম্বর) টিকিট। এর সবচেয়ে কম দামি টিকিট ৫২৫ দিরহাম (বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৭৪০০ টাকা)।

কিছুদিন পর দুবাই আন্তর্জাতিক স্টেডিয়াম এবং আবুধাবির জায়েদ ক্রিকেট স্টেডিয়ামের বক্স অফিসেও টিকিট পাওয়া যাবে।

Advertisement
Advertisement
Advertisement
Loading...
×