Site Logo | সোমবার, ০৮ সেপ্টেম্বর ২০২৫
ব্রেকিং নিউজ

নারী বিশ্বকাপের প্রাইজমানি ঘোষণা, কত পাবে চ্যাম্পিয়ন দল

নারী বিশ্বকাপের প্রাইজমানি ঘোষণা, কত পাবে চ্যাম্পিয়ন দল

নারী ক্রিকেট বিশ্বকাপের প্রাইজমানি ঘোষণা। ‍ছবি : সংগৃহীত

Advertisement

আসন্ন নারী ক্রিকেট বিশ্বকাপের প্রাইজমানি ঘোষণা করেছে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। ২০২৫ নারী বিশ্বকাপের চ্যাম্পিয়ন দল পাবে ৪.৪৮ মিলিয়ন ডলার বা যা বাংলাদেশি টাকায় প্রায় ৫৪ কোটি টাকা। পুরুষদের ২০২৩ সালের বিশ্বকাপ বিজয়ীদের অর্থ পুরস্কার থেকেও বেশি।

নারী বিশ্বকাপের জন্য সর্বমোট পুরস্কার রাখা হয়েছে ১৩.৮৮ মিলিয়ন ডলার, যা বাংলাদেশি টাকায় প্রায় ১৬৮ কোটি ৩৭ লাখ টাকা। ছেলেদের ২০২৩ বিশ্বকাপের মোট পুরস্কারের থেকেও এটি বেশি। ২০২৩ বিশ্বকাপে মোট পুরস্কার ছিল ১০ মিলিয়ন ডলার বা ১২১ কোটি টাকা।

ফাইনালিস্টদের জন্য টাকার ছড়াছড়ি থাকছে এবারের নারী বিশ্বকাপে। রানারআপ দল পাবে ২.২৪ মিলিয়ন ডলার বা ২৭ কোটি টাকা। আর চ্যাম্পিয়ন দল পাবে ৪.৪৮ মিলিয়ন ডলার বা ৫৪ কোটি টাকা। গতবারের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া পেয়েছিল ১.৩২ মিলিয়ন ডলার, এবারের চ্যাম্পিয়ন দলের জন্য যা ২৩৯ শতাংশ বেশি।

Advertisement

আইসিসির চেয়ারম্যান জয় শাহ মনে করেন, এই পদক্ষেপ নারী ক্রিকেটে বিনিয়োগের একটি বড় ইঙ্গিত। তিনি বলেন, ‘এই পুরস্কার কাঠামো দেখায় যে, নারী ক্রিকেটাররা যদি পেশাদারভাবে খেলতে চান, তাহলে তারা পুরুষদের সমান মর্যাদা ও আর্থিক সুযোগ পাবেন।’

Advertisement
Advertisement
Advertisement
Loading...
×