Site Logo | মঙ্গলবার, ০৯ সেপ্টেম্বর ২০২৫
ব্রেকিং নিউজ

ডিজিটাল যুগে সাক্ষরতা অপরিহার্য রাঙামাটিতে দিনটি পালিত

ডিজিটাল যুগে সাক্ষরতা অপরিহার্য রাঙামাটিতে দিনটি পালিত
Advertisement

প্রযুক্তির যুগে সাক্ষরতার প্রসার এ প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশের মতো রাঙামাটিতেও আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে সোমবার সকালে জেলা প্রশাসনের আয়োজনে র‌্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।

সকাল সাড়ে ১০টায় শহরের হ্যাপির মোড় থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসক কার্যালয়ে এসে শেষ হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।

সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ হাবিব উল্লাহ মারুফ। তিনি বলেন,শিক্ষা শুধু প্রাতিষ্ঠানিক পর্যায়ে সীমাবদ্ধ নয়, প্রযুক্তির এই যুগে সাক্ষরতা মানে ডিজিটাল সাক্ষরতা অর্জনও। রাঙামাটির প্রতিটি ছেলে-মেয়ে যদি আধুনিক জ্ঞান ও দক্ষতায় শিক্ষিত হয়, তবে জেলার উন্নয়ন আরও ত্বরান্বিত হবে।

Advertisement

আলোচনা সভায় স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক ও পৌরসভা প্রশাসক মোবারক হোসেন পারভেজ, জেলা সিভিল সার্জন ডা. নূয়েন খীসা, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) নিশাত শারমিন, জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক মো. শাহজাহান, রানীদয়াময়ী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রণতোষ মল্লিকসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

আলোচনায় বক্তারা বলেন, সাক্ষর মানুষই পারে একটি দেশকে এগিয়ে নিতে। পাহাড়ি ও দুর্গম এলাকার শিক্ষার্থীদের জন্য শিক্ষা সুযোগ আরও সহজলভ্য করতে হবে।
সভা শেষে শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।

Advertisement
Advertisement
Advertisement
Loading...
×