Site Logo | সোমবার, ০৮ সেপ্টেম্বর ২০২৫
ব্রেকিং নিউজ

‘নৌ মন্ত্রণালয়ে এক বছরে রাজস্ব আয় হয়েছে ৬৫৭৬ কোটি টাকা’

‘নৌ মন্ত্রণালয়ে এক বছরে রাজস্ব আয় হয়েছে ৬৫৭৬ কোটি টাকা’
Advertisement

নৌ পরিবহণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন জানিয়েছেন, বাস্তব মুখী পদক্ষেপ গ্রহণের মাধ্যমে নৌ-পরিবহণ মন্ত্রণালয়ে গত এক বছরে রাজস্ব আয় হয়েছে ৬ হাজার ৫৭৬ কোটি টাকা।

সোমবার বিকালে সচিবালয়ে নৌ পরিবহণ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

উপদেষ্টা বলেন, গত ১৫ বছরে মন্ত্রণালয়কে যেভাবে রেখে গিয়েছিল অতীতের সরকার সেখানে মন্ত্রণালয়ের অগ্রগতি ছিল মাত্র ৯ পার্সেন্ট।

Advertisement

বর্তমান অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর এই মন্ত্রণালয়ের কার্যক্রমে বাস্তবমুখী পদক্ষেপ গ্রহণের মাধ্যমে সাফল্য এসেছে প্রায় ৯০ পার্সেন্ট।

মন্ত্রণালয়ের এ সাফল্য আনার পেছনে যারা কঠোর পরিশ্রম করে গেছেন তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের ধন্যবাদ জানান।

উপদেষ্টা বলেন, অতীতের সরকার অনেক ইউজ লেস প্রকল্প নিয়েছিল। তার কয়েকটি বাতিল করা হয়েছে।

সাখাওয়াত হোসেন বলেন, চট্টগ্রাম, মোংলা ও পায়রা বন্দরসহ বিভিন্ন সংস্থায় এ মন্ত্রণালয়ের অধীনে হাজারের অধিক নতুন কর্মসংস্থান সৃষ্টি হয়েছে পাশাপাশি নৌ পরিবহণ অধিদপ্তরের মাধ্যমে প্রায় ১০ হাজার নাবিকের সাইন অন সম্পন্ন হয়েছে।

Advertisement

তিনি বলেন, নৌ পরিবহণ খাতের টেকসই উন্নয়ন নিশ্চিত করতে বর্তমান সরকার ধারাবাহিকভাবে কার্যকর পদক্ষেপ গ্রহণ করেছে।

নৌ পরিবহণ মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ ইউসুফ, অতিরিক্ত সচিব দেলোয়ারা বেগম মন্ত্রণালয় এবং বিভিন্ন দপ্তর সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তার এ সময় উপস্থিত ছিলেন।

Advertisement
Advertisement
Advertisement
Loading...
×