Site Logo | সোমবার, ০৮ সেপ্টেম্বর ২০২৫
ব্রেকিং নিউজ

এশিয়া কাপের শিরোপা নিজেদের করে নিল ভারত

এশিয়া কাপের শিরোপা নিজেদের করে নিল ভারত

এশিয়া কাপ হকির শিরোপা জেতে ভারত। ‍ছবি : সংগৃহীত

Advertisement

এশিয়া কাপ হকির শিরোপা নিজেদের করে নিয়েছে ভারত। দক্ষিণ কোরিয়াকে ফাইনালে ৪-১ গোলে উড়িয়ে চ্যাম্পিয়ন হয় তারা। ফাইনালে জোড়া গোল করেন দিলপ্রীত সিং। অপর দুটি গোল সুখজিৎ সিং এবং অমিত রোহিদাসের। এ নিয়ে চার বার এশিয়া কাপ জিতল ভারত।

এশিয়া কাপ জেতার মধ্য দিয়ে পরের বছর হকি বিশ্বকাপের টিকিটও আদায় করে নিয়েছে ভারত। তারা বিশ্বের চতুর্থ দল যারা প্রতিটি হকি বিশ্বকাপে খেলেছে।

রোববার ম্যাচের একেবারে শুরুতেই গোল করে ভারত। রিভার্স হিটে গোল করেন সুখজিৎ। মাত্র ৩১ সেকেন্ডের মধ্যে এগিয়ে যায় ভারত। ম্যাচের নবম মিনিটে একটি পেনাল্টি স্ট্রোক পায় ভারত। যুগরাজ সিংয়ের সেই শট ফিরিয়ে দেন কোরিয়ার গোলরক্ষক।

Advertisement

দ্বিতীয় কোয়ার্টারে যখন মনে হচ্ছিল গোল হবে না, তখনই ব্যবধান বাড়ায় ভারত। লম্বা বল রিসিভ করে দিলপ্রীতের দিকে বাড়িয়েছিলেন সঞ্জয়। বিপক্ষের ডিফেন্ডারেরা ঘিরে থাকলেও ফাঁক খুঁজে গোল করে ভারতের ব্যবধান বাড়ান দিলপ্রীত।

তৃতীয় কোয়ার্টারে তৃতীয় গোল পেতে বেশি অপেক্ষা করতে হয়নি ভারতকে। অধিনায়ক হরমনপ্রীত সিং বৃত্তের মধ্যে থাকা রাজিন্দরকে পাস দিয়েছিলেন। তার থেকে পাস পেয়ে দিলপ্রীত গোল করেন।

চতুর্থ কোয়ার্টারেও ভারতের আক্রমণ বজায় থাকে। পাঁচ মিনিটের মধ্যে চতুর্থ গোল করে তারা। পরে একটি গোল শোধ করে কোরিয়া। পেনাল্টি কর্নার থেকে গোল করেন সন দাইন।

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Loading...
×