Site Logo | সোমবার, ০৮ সেপ্টেম্বর ২০২৫
ব্রেকিং নিউজ

নেদারল্যান্ডসের বিপক্ষে যেমন হতে পারে বাংলাদেশের একাদশ

নেদারল্যান্ডসের বিপক্ষে যেমন হতে পারে বাংলাদেশের একাদশ

নেদার‌ল্যান্ডসের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। ‍ছবি : সংগৃহীত

Advertisement

জয় দিয়ে সিরিজ শুরুর লক্ষ্যে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে নেদারল্যান্ডসের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে আজ মাঠে নামছে স্বাগতিক বাংলাদেশ। সন্ধ্যা ৬টায় শুরু হওয়া ম্যাচটি টি-স্পোর্টস সরাসরি সম্প্রচার করবে।

সংযুক্ত আরব আমিরাতের মাটিতে আসন্ন এশিয়া কাপের প্রস্তুতির প্ল্যাটফর্ম হিসেবে নেদারল্যান্ডস সিরিজকে বিবেচনা করছে বাংলাদেশ। শক্তি এবং ক্রিকেট সংস্কৃতির দিক থেকে দুই দলের মধ্যে পার্থক্যের কারণে সিরিজে স্পষ্টভাবে ফেভারিট বাংলাদেশ।

২০১২ সাল থেকে টি-টোয়েন্টি ফরম্যাটে নেদারল্যান্ডসের কাছে কোনো ম্যাচেই হারেনি বাংলাদেশ। সব মিলিয়ে পাঁচ ম্যাচের মধ্যে মাত্র একটিতে হেরেছে টাইগাররা। ২০১২ সালে নেদারল্যান্ডস সফরে দুই ম্যাচের সিরিজে একটি ম্যাচ হেরেছিল টাইগাররা। শেষ পর্যন্ত দুই ম্যাচের সিরিজ ১-১ ব্যবধানে ড্র হয়েছিল।

Advertisement

ডাচদের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশের একাদশ কেমন হতে পারে তা নিয়ে ইতোমধ্যেই শুরু হয়েছে আলোচনা। সাইফ হাসান কিংবা নুরুল হাসান সোহানদের একাদশে জায়গা হবে কীনা সেই সমীকরণও মেলাচ্ছেন অনেকে। যদিও তাদের একাদশে থাকা নির্ভর করছে অনেক কিছুর ওপর।

পারভেজ হোসেন ইমন খেললে দলে ঢোকা সাইফ হাসানের একাদশে থাকার সম্ভাবনা একেবারেই কম। আবার শামীম পাটোয়ারি একাদশে থাকলে নুরুল হাসান সোহানকে হয়তো একাদশের বাইরেই থাকতে হবে।

সিরিজের প্রথম ম্যাচ হওয়ায় সেরা একাদশ নিয়েই মাঠে নামবে বাংলাদেশ। ব্যাটিং লাইনআপে বড় ধরনের পরিবর্তন আসার সম্ভাবনা কম। পেস বোলিং আক্রমণে মুস্তাফিজ ও তাসকিনের একাদশে থাকা অনেকটাই নিশ্চিত। তৃতীয় বোলার হিসেবে একাদশে থাকার দৌড়ে রয়েছেন তানজিম সাকিব ও সাইফউদ্দিন। স্পিনে রিশাদের সঙ্গী হতে পারেন শেখ মেহেদী এবং নাসুমের একজন।

বাংলাদেশের সম্ভাব্য একাদশ: তানজিদ তামিম, পারভেজ ইমন, লিটন দাস, তাওহীদ হৃদয়, জাকের আলী, শামীম পাটোয়ারি, শেখ মাহেদী, সাইফউদ্দিন, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান।

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Loading...
×