Site Logo | সোমবার, ০৮ সেপ্টেম্বর ২০২৫
ব্রেকিং নিউজ

এশিয়া কাপ দল নিয়ে তোপের মুখে বিসিসিআই

এশিয়া কাপ দল নিয়ে তোপের মুখে বিসিসিআই

ছবি: সংগৃহীত

Advertisement

এশিয়া কাপের জন্য ঘোষিত ভারতীয় টি–টোয়েন্টি দলের নির্বাচন ঘিরে শুরু হয়েছে ব্যাপক বিতর্ক। বিশেষ করে ব্যাকআপ খেলোয়াড়দের নিয়ে প্রশ্ন তুলেছেন ভারতের সাবেক ওপেনার ও নির্বাচক কমিটির প্রাক্তন চেয়ারম্যান কৃষ্ণমাচারি শ্রীকান্ত। তিনি সরাসরি অভিযোগ তুলেছেন—এই দল দিয়ে বিশ্বকাপ জেতা সম্ভব নয়, বরং নির্বাচনে পিছিয়ে যাচ্ছে ভারত।

নিজের ইউটিউব চ্যানেলে মুখ খোলেন শ্রীকান্ত। সোজাসাপ্টা ভাষায় বলেন, ‘এই দল নিয়ে হয়তো এশিয়া কাপ জেতা সম্ভব, কিন্তু টি–টোয়েন্টি বিশ্বকাপ? কোনো সুযোগই নেই! এই কি তবে বিশ্বকাপের প্রস্তুতি? মাত্র ছয় মাস বাকি, আর এখনো এমন দল বাছাই হচ্ছে!’

তিনি আরও প্রশ্ন তোলেন—যাদের ব্যাকআপ হিসেবে রাখা হচ্ছে, তাদের মান কি আন্তর্জাতিক চ্যালেঞ্জের জন্য যথেষ্ট? শ্রীকান্তের মতে, মূল একাদশ শক্তিশালী হলেও রিজার্ভদের মান নিয়ে বড় প্রশ্ন থেকেই যাচ্ছে।

Advertisement

সবচেয়ে বড় সমালোচনা আসে তিন খেলোয়াড়কে নিয়ে—রিঙ্কু সিং, শিভম দুবে ও হর্ষিত রানা। শ্রীকান্ত বলেন, ‘রিঙ্কু, দুবে, হর্ষিত—এরা দলে এল কীভাবে? আইপিএল পারফরম্যান্সই যখন মূল মাপকাঠি, তখন এই তিনজনের নির্বাচন একেবারেই অযৌক্তিক। এরা আইপিএলেও খুব একটা নজরকাড়া কিছু করতে পারেনি।’

আরও এক ধাপ এগিয়ে তিনি বিসিসিআইয়ের সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়াকেই প্রশ্নবিদ্ধ করেন।

‘একবার অক্ষর প্যাটেলকে সহ-অধিনায়ক বানানো হয়, পরে আবার বাদ। এটা কোন ধারাবাহিকতা? সোজা কথায় বললে—নির্বাচনে আমরা পিছিয়ে যাচ্ছি।’

দল ঘোষণার পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষোভে ফুঁসছে ভক্তরা। বিশেষ করে শ্রেয়াস আইয়ারের বাদ পড়া নিয়ে তৈরি হয়েছে ব্যাপক হতাশা। আইপিএলে ঐতিহাসিক মৌসুম কাটানো এবং পাঞ্জাব কিংসের সফল অধিনায়ক হয়েও দলে জায়গা পাননি তিনি। যশস্বী জয়সালকেও উপেক্ষা করা হয়েছে, যা ভক্তদের ক্ষোভ আরও বাড়িয়েছে।

Advertisement

বর্তমানে নির্বাচক কমিটির চেয়ারম্যান আজিত আগারকার এবং বিসিসিআইয়ের পুরো নির্বাচনী প্রক্রিয়াই এখন প্রশ্নের মুখে। একদিকে আইপিএল পারফরম্যান্সকে মূল মাপকাঠি বলা হয়, অন্যদিকে সেই ভিত্তিতেই সেরা পারফর্মারদের বাদ দেওয়া হচ্ছে—এই দ্বিচারিতা নিয়ে ক্ষুব্ধ ক্রিকেট মহল।

আগামী বছরই ঘরের মাঠে ও শ্রীলঙ্কায় বসছে টি–টোয়েন্টি বিশ্বকাপ। সেক্ষেত্রে এখনকার এশিয়া কাপই হতে পারত দল গঠনের সেরা পরীক্ষাগার। কিন্তু শ্রীকান্তের ভাষায়, ‘এই নির্বাচন দেখে মনে হচ্ছে না আমরা বিশ্বকাপকে সামনে রেখে প্রস্তুতি নিচ্ছি। বরং অনেকটাই এলোমেলোভাবে দল সাজানো হয়েছে।’

Advertisement
Advertisement
Advertisement
Loading...
×