Site Logo | সোমবার, ০৮ সেপ্টেম্বর ২০২৫
ব্রেকিং নিউজ

হামজাকে ছাড়াই খেলার প্রস্তুতি

হামজাকে ছাড়াই খেলার প্রস্তুতি

হামজা চৌধুরী। সংগৃহীত ছবি

Advertisement

জাতীয় ফুটবল দলের অনুশীলন পূর্ণতা পেল। আগের দিন কিংসের ১০ ফুটবলার ক্যাম্পে যোগ দেওয়ায় সোমবার জাতীয় স্টেডিয়ামে পুরো দল নিয়ে অনুশীলন করেন স্প্যানিশ কোচ হাভিয়ের কাবরেরা। তবে অনুশীলন ছাপিয়ে ঘুরে-ফিরে আসে হামজা চৌধুরীর প্রসঙ্গ।

৬ ও ৯ সেপ্টেম্বর নেপালে দুটি প্রীতি ম্যাচ খেলতে বাংলাদেশ দল ৩ সেপ্টেম্বর দেশ ছাড়বে। ইংলিশ ক্লাব লেস্টার সিটিতে খেলা হামজা চৌধুরী বাংলাদেশের হয়ে এই উইন্ডোতে খেলবেন কিনা সেটা এখনো নিশ্চিত নয়।

সোমবার (০১ সেপ্টেম্বর) অনুশীলন শুরুর আগে কোচ হাভিয়ের কাবরেরা শিষ্য হামজাকে নিয়ে প্রশ্নের জবাবে বল ঠেলে দেন বাফুফের কোর্টে, ‘এটা ম্যানেজম্যান্টের বিষয়। তারা দেখছে।’ ‘এই দলটি প্রস্তুত নেপাল সফরের জন্য। হামজা যদি শেষ পর্যন্ত না আসতে পারে সমস্যা হবে না।’ 

Advertisement

কিছুক্ষণ পরেই পাওয়া গেল সিঙ্গাপুর ম্যাচে অধিনায়কত্ব করা তপু বর্মণকে। হামজা না থাকলে কোচ সমস্যা না দেখলেও খানিকটা সমস্যা দেখছেন তপু বর্মণ, ‘আসলে আমাদের অনেক কিছু শুরুই হয় হামজাকে দিয়ে। তার ব্যস্ত সূচি রয়েছে। এরপরও সে আসার চেষ্টা করছে। যদি সে আসতে না পারে আমাদের একটু কষ্ট হবে। তবে আমাদের মানিয়ে নিতে হবে।’ 

ম্যানেজার আমের খানের কথা, ‘রোববারও এই বিষয়ে কথা বলেছি। হামজার সঙ্গে ব্যক্তিগতভাবে আলাপ হয়েছে। সে বিষয়টি দেখছে।’

৯ অক্টোবর শুরু বাংলাদেশের এশিয়ান কাপ বাছাই। হংকংয়ের বিপক্ষে সেই ম্যাচের প্রস্তুতির জন্যই বাংলাদেশ দুটি ম্যাচ খেলতে যাচ্ছে নেপালে। নারী দল যেখানে উঁচু র‌্যাংকিংয়ের দলের সঙ্গে খেলে নিজেদের উন্নতি করছে, সেখানে বাংলাদেশ পুরুষ দল জুন উইন্ডোতে ভুটান ও সেপ্টেম্বর উইন্ডোতে খেলবে নেপালের সঙ্গে।

প্রতিপক্ষ নিয়ে তপুর মন্তব্য, ‘নেপাল ও হংকংয়ের খেলার ধরনে মিল রয়েছে। দুই দলই লো ডিফেন্স ব্লক করে। এই ম্যাচটি আমাদের হংকংয়ের জন্য কাজে লাগবে।’ 

Advertisement

৬ সেপ্টেম্বর কাঠমান্ডুতে প্রথম ম্যাচ। হাতে মাত্র পাঁচ দিন। নিজেদের সমন্বয়ের জন্য সময়টা যথেষ্ট মনে করছেন তপু, ‘আপনারা মনে করছেন হয়তো সমস্যা হবে। আমরা এক সঙ্গে অনেক দিন খেলছি। পাঁচ দিন অনুশীলন করতে পারব একসঙ্গে। এটা যথেষ্ট।’

তবে ম্যাচ ভেন্যু নিয়ে একটু শঙ্কিত তপু, ‘নেপালের আবহাওয়া ও উচ্চতা একটা বিষয়। শুনেছি নেপালের স্টেডিয়াম ফিফা (এএফসি) থেকে নিষিদ্ধ। জানি না আসলে কোথায় খেলা হবে।’ 

নেপালের দশরথ স্টেডিয়ামে এএফসি বাছাই প্রতিযোগিতা আয়োজনের অনুমতি দেয়নি এএফসি। তবে প্রীতি ম্যাচ আয়োজনে বাধা নেই। ফলে ৬ ও ৯ সেপ্টেম্বরের দুই ম্যাচ কাঠমান্ডুর দশরথেই হবে।

Advertisement
Advertisement
Advertisement
Loading...
×