Site Logo | সোমবার, ০৮ সেপ্টেম্বর ২০২৫
ব্রেকিং নিউজ

যে তিনটি শর্ত পূরণ করলেই পাবেন কনটেন্ট মনিটাইজেশন

যে তিনটি শর্ত পূরণ করলেই পাবেন কনটেন্ট মনিটাইজেশন

ছবি: সংগৃহীত

Advertisement

ফেসবুকে শুধুমাত্র ভালো কনটেন্ট কিংবা এঙ্গেজমেন্ট বাড়ালেই হবে না। কনটেন্ট মনিটাইজেশনের পেতে হলে করতে হবে কয়েকটি শর্ত পূরণ। অর্থাৎ আপনার অ্যাকাউন্টকে হতে হবে আসল ও প্রতিষ্ঠিত, ফেসবুকের টার্মস অব সার্ভিস মেনে চলতে হবে এবং কমিউনিটি স্ট্যান্ডার্ডস অনুসরণ করতে হবে।

মনিটাইজেশনের জন্য তাহলে কী কী শর্ত মানতে হবে? চলুন জেনে নেওয়া যাক—

১. কনটেন্ট অবশ্যই মৌলিক হতে হবে:

Advertisement

অন্য কারও লেখা, ছবি বা ভিডিও কপি করে আপলোড করলে মনিটাইজেশনের সুযোগ পাওয়া যাবে না।

২. কনটেন্ট ক্ষতিকর, সহিংস বা ঘৃণামূলক হতে পারবে না:

অপসংস্কৃতি ছড়ায়, সহিংসতা উসকে দেয় বা বিদ্বেষ ছড়ায়—এমন কোনো কনটেন্ট মনিটাইজেশনের আওতায় আসবে না।

৩. যোগ্য দেশ থেকে পরিচালিত হতে হবে।

Advertisement

ফেসবুক যেসব দেশকে কনটেন্ট মনিটাইজেশনের জন্য অনুমোদিত করেছে, সেসব দেশের বাসিন্দারাই এই সুবিধা নিতে পারবেন।

অর্থাৎ মৌলিক ও নিরাপদ কনটেন্ট তৈরি করা এবং শর্ত পূরণ করলেই ফেসবুক থেকে আয় করা সম্ভব হবে


Advertisement
Advertisement
Advertisement
Loading...
×