Site Logo | সোমবার, ০৮ সেপ্টেম্বর ২০২৫
ব্রেকিং নিউজ

ইন্টারনেট চালু রেখেও হোয়াটসঅ্যাপে মেসেজ বন্ধ রাখুন

ইন্টারনেট চালু রেখেও হোয়াটসঅ্যাপে মেসেজ বন্ধ রাখুন

ছবি : সংগৃহীত

Advertisement

হোয়াটসঅ্যাপ এখন শুধু চ্যাটিং অ্যাপ নয়—এটা আমাদের অফিস, বন্ধু, পরিবার সবার সঙ্গে সংযোগের প্রধান মাধ্যম হয়ে উঠেছে। কিন্তু সবসময় মেসেজ আসা সত্যিই অনেক সময় বিরক্তির কারণ হয়, বিশেষ করে যখন আপনি বিশ্রাম নিচ্ছেন বা জরুরি মিটিংয়ে আছেন।

ভালো খবর হলো, ইন্টারনেট বন্ধ না করেও আপনি চাইলে কিছু সময়ের জন্য হোয়াটসঅ্যাপের মেসেজ আসা বন্ধ রাখতে পারেন। খুব সহজ একটা ট্রিক ব্যবহার করলেই কাজ হবে!

সমাধান? ইন্টারনেট বন্ধ না করেই হোয়াটসঅ্যাপ থেকে কিছু সময়ের জন্য মেসেজ আসা বন্ধ রাখা যায়! চলুন, জেনে নিই কীভাবে এটা করবেন।

Advertisement

কীভাবে হোয়াটসঅ্যাপে মেসেজ আসা বন্ধ রাখবেন (ইন্টারনেট অন রেখেই):

- হোয়াটসঅ্যাপ অ্যাপটি খুলুন

- ওপরের ডান পাশে থাকা তিনটি ডট আইকনে চাপ দিন

- যান Data and Storage অপশনে

Advertisement

- সেখানে পাবেন Proxy নামের একটি অপশন

- ক্লিক করুন Set up Proxy

- প্রক্সি এড্রেসে লিখুন: ‘1.1.1.1’

- এবার OK-তে চাপ দিন

ব্যাস! এখন ইন্টারনেট চালু থাকলেও আপনার হোয়াটসঅ্যাপে নতুন মেসেজ ঢুকবে না। চাইলে আবার আগের মতো সব মেসেজ পেতে প্রক্সি অপশনটি বন্ধ করে দিন।

মনে রাখবেন, এটা শুধু অস্থায়ী বিরতির জন্য ভালো, কোনো চিরস্থায়ী সমাধান নয়। গুরুত্বপূর্ণ মেসেজ বা কল মিস হতে পারে, তাই প্রয়োজনে সময় বুঝে ফিচারটি ব্যবহার করুন।

এই ট্রিক কাজে লাগলে শেয়ার করতে পারেন বন্ধুদের সাথেও!

সূত্র: সিনেট

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Loading...
×