প্রকাশের সময়: বৃহস্পতিবার, ২৮ আগস্ট, ২০২৫, ১:৩৬ এএম প্রিন্টের তারিখ: মঙ্গলবার, ০৯ সেপ্টেম্বর ২০২৫, ০৯ আষাঢ় ১৪৩২

যে তিনটি শর্ত পূরণ করলেই পাবেন কনটেন্ট মনিটাইজেশন

যে তিনটি শর্ত পূরণ করলেই পাবেন কনটেন্ট মনিটাইজেশন
ডেস্ক রিপোর্ট।।

ডেস্ক রিপোর্ট।।

ফেসবুকে শুধুমাত্র ভালো কনটেন্ট কিংবা এঙ্গেজমেন্ট বাড়ালেই হবে না। কনটেন্ট মনিটাইজেশনের পেতে হলে করতে হবে কয়েকটি শর্ত পূরণ। অর্থাৎ আপনার অ্যাকাউন্টকে হতে হবে আসল ও প্রতিষ্ঠিত, ফেসবুকের টার্মস অব সার্ভিস মেনে চলতে হবে এবং কমিউনিটি স্ট্যান্ডার্ডস অনুসরণ করতে হবে।

মনিটাইজেশনের জন্য তাহলে কী কী শর্ত মানতে হবে? চলুন জেনে নেওয়া যাক—

১. কনটেন্ট অবশ্যই মৌলিক হতে হবে:

অন্য কারও লেখা, ছবি বা ভিডিও কপি করে আপলোড করলে মনিটাইজেশনের সুযোগ পাওয়া যাবে না।

২. কনটেন্ট ক্ষতিকর, সহিংস বা ঘৃণামূলক হতে পারবে না:

অপসংস্কৃতি ছড়ায়, সহিংসতা উসকে দেয় বা বিদ্বেষ ছড়ায়—এমন কোনো কনটেন্ট মনিটাইজেশনের আওতায় আসবে না।

৩. যোগ্য দেশ থেকে পরিচালিত হতে হবে।

ফেসবুক যেসব দেশকে কনটেন্ট মনিটাইজেশনের জন্য অনুমোদিত করেছে, সেসব দেশের বাসিন্দারাই এই সুবিধা নিতে পারবেন।

অর্থাৎ মৌলিক ও নিরাপদ কনটেন্ট তৈরি করা এবং শর্ত পূরণ করলেই ফেসবুক থেকে আয় করা সম্ভব হবে


সম্পাদকঃ আবুল কালাম আজাদ, ভারপ্রাপ্ত সম্পাদকঃ মোহাম্মদ মাহবুব আলম

প্রকাশকঃ চৌধুরী হাসান হাবিবুল্লাহ, আইন-উপদেষ্টা: অ্যাডভোকেট মনিরুল ইসলাম

অফিস : বড় হাতকোড়া, উপজেলাঃ দৌলতপুর, জেলাঃ মানিকগঞ্জ-১৮০০

‪+৮৮০১৭১৩-৫৪১৩৩৭

abasonnews24@gmail.com (সাধারণ তথ্যের জন্য), news.abasonnews24@gmail.com (বার্তা বিভাগ), digitalads.abasonnews24@gmail.com (বিজ্ঞাপন)

প্রিন্ট করুন