Site Logo | সোমবার, ০৮ সেপ্টেম্বর ২০২৫
ব্রেকিং নিউজ

শ্যামনগরে সাতক্ষীরা জেলা প্রশাসকের মিট দ্যা স্টুডেন্টস কর্মসূচি

শ্যামনগরে সাতক্ষীরা জেলা প্রশাসকের মিট দ্যা স্টুডেন্টস কর্মসূচি

ছবি- শ্যামনগরে মিট দ্যা স্টুডেন্টস কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্য রাখছেন সাতক্ষীরা জেলা প্রশাসক মোস্তাক আহমেদ।

Advertisement

“সুশিক্ষিত শিক্ষার্থী:সমুন্নত পৃথিবী ” এ স্লোগানকে সামনে রেখে বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) দিনব্যাপী  সাতক্ষীরা জেলা প্রশাসকের মিট দ্যা স্টুডেন্টস কর্মসূচি অনুষ্ঠিত হয়।

শ্যামনগর উপজেলা প্রশাসনের আয়োজনে লোকনাট্যোর  ছাতিমতলায় বর্ষণমুখর পরিবেশে সহ¯্রাধিক শিক্ষার্থী, শিক্ষক সহ অন্যান্যদের অংশগ্রহণে শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার মোছা ঃ রণী খাতুনের সভাপতিত্বে ও সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা প্রশাসক মোস্তাক আহমেদ (যুগ্ম সচিব)। প্রধান অতিথি  বক্তব্যে শিক্ষার্থীদের স্বপ্ন দেখার কথা বলেন। একই সাথে নিয়মিত শিক্ষা প্রতিষ্ঠানে হাজির হয়ে পাঠ গ্রহণ করা, পাঠ্যসূচি ছাড়া অন্যান্য শিক্ষনীয় বই পড়া, নৈতিক শিক্ষায় শিক্ষিত হওয়া সহ অন্যান্য পরামর্শ মুলক বক্তব্য রাখেন।

এছাড়া তিনি শিক্ষকদের কোচিং বাণিজ্য ও  রাজনীতিতে যুক্ত না হওয়ার জন্য, পাঠদানে অধিকতর মনোযোগ হওয়ার বিষয়ে বলেন। তিনি সকলকে ঘুরে দাঁড়ানো এবং প্রত্যেকের নিজ নিজ অবস্থান থেকে দায়িত্ব পালনের কথা বলেন। তিনি মাদকের বিরুদ্ধে সকলকে কঠোর হওয়ার জন্য বলেন।

মিট দ্যা স্টুডেন্টস কর্মসূচিতে প্রাথমিক, মাধ্যমিক, মাদ্রাসা ও কলেজের শিক্ষার্থীবৃন্দ শিক্ষার মান উন্নয়নে প্রধান অতিথি জেলা প্রশাসকের নিকট বিভিন্ন সমস্যা তুলে ধরে সমাধানের দাবী জানান।

শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন জেবা তাসনিয়া, ছামিউল ইসলাম, ফাহিম মোরশেদ, প্রদীপ্তা রানী, নুসরাত, তৌকির হাসান, সোয়ানী, মরিয়ম, জান্নাতুল নাঈম, নাহিদ হাসান, আছমা খাতুন, আরিয়া বিনতে, আব্দুর রউফ, ফারজানা ইয়াসমিন প্রমুখ। শিক্ষকদের মধ্যে বক্তব্য রাখেন শ্যামনগর সরকারি মহসীন কলেজের অধ্যক্ষ প্রফেসর ড.এ কে এম আব্দুর রহমান, শ্যামনগর মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি প্রধান শিক্ষক আসাদুজ্জামান মিঠু, মাদ্রাসার সুপার একরামুল হক, কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষে শিক্ষক আব্দুল হামিদ, শ্যামনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি প্রধান শিক্ষক দীনেশ চন্দ্র মন্ডল প্রমুখ।

অনুষ্ঠানে অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি মাস্টার আব্দুল ওয়াহেদ, উপজেলা জামায়াতের আমির মাওলানা আব্দুর রহমান, উপজেলা বিএনপির সাবেক আহবায়ক সোলায়মান কবীর প্রমুখ।

অনুষ্ঠানে উপজেলায় চারটি স্তরে আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান হিসাবে ঘোষণা ও পুরস্কার প্রদান করা হয় প্রাথমিক পর্যায়ে খ্যাগড়াদানা সরকারি প্রাথমিক বিদ্যালয়, মাধ্যমিক পর্যায়ে সুন্দরবন মাধ্যমিক বিদ্যালয়, মাদ্রাসা পর্যায়ে নওয়াবেঁকী বিড়ালক্ষ্মী মাদ্রাসা ও কলেজ পর্যায়ে শ্যামনগর সরকারি মহসীন কলেজকে। এছাড়া কর্মসূচি চলাকালিন শিক্ষা সংক্রান্ত বিষয়ে স্টল প্রদানকারী শিক্ষা প্রতিষ্ঠানকে প্রধান অতিথি জেলা প্রশাসক পুরস্কার প্রদান করেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি মোঃ রাশেদ হোসাইন, শ্যামনগর থানার অফিসার ইনচার্জ হুমায়ুন কবীর মোল্যা, উপজেলা শিক্ষা অফিসার এনামুল হক প্রমুখ।

উল্লেখ্য যে প্রধান অতিথি সাতক্ষীরা জেলা প্রশাসক মোস্তাক আহমেদ মিট দ্যা স্টুডেন্টস কর্মসূচি শুরুর পূর্বে উপজেলা পরিষদের প্রধান গেট, উপজেলা পরিষদের প্রধান সম্মেলন কক্ষ উদ্বোধন, প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে হুইল চেয়ার বিতরণ সহ অন্যান্য উন্নয়ন মুলক কর্মসূচিতে অংশ গ্রহণ করেন।

Advertisement
Advertisement
Advertisement
Loading...
×