Site Logo | সোমবার, ০৮ সেপ্টেম্বর ২০২৫
ব্রেকিং নিউজ

শিক্ষকের ওপর হামলা, সড়ক অবরোধ করে শিক্ষার্থীদের বিক্ষোভ

শিক্ষকের ওপর হামলা, সড়ক অবরোধ করে শিক্ষার্থীদের বিক্ষোভ
Advertisement

কিশোরগঞ্জের হোসেনপুর সরকারি মডেল পাইলট স্কুল অ্যান্ড কলেজের দীন ইসলাম নামে এক আইসিটি প্রভাষকের ওপর বহিরাগতদের হামলার অভিযোগ উঠেছে।

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) দুপুরে বিদ্যালয়ের মাঠে ওই শিক্ষককে মারধর করা হয়। এ ঘটনার প্রতিবাদে পৌর শহরের গুরুত্বপূর্ণ চৌরাস্তা মোড়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। ফলে প্রায় সাড়ে তিন ঘণ্টা যান চলাচল বন্ধ থাকায় সৃষ্টি হয় তীব্র যানজট।

Advertisement

প্রত্যক্ষদর্শীরা জানায়, কলেজের সভাকক্ষে শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক নির্বাচনকে কেন্দ্র করে ভোকেশনাল শাখার শিক্ষক মোবারক হোসেনের সঙ্গে একই কলেজের আইসিটি বিষয়ের প্রভাষক দীন ইসলামের বাগবিতণ্ডা হয়। পরে সভা শেষ করে মাঠে এলে একদল বহিরাগত প্রভাষক দীন ইসলামের ওপর হামলা চালায়। এতে তিনি আহত হন।

হামলার শিকার দীন ইসলাম বলেন, মিটিং শেষে নিচে নামতেই একদল লোক আমার ওপর হামলা চালায়। এর আগেও একটি তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে আমাকে শারীরিকভাবে লাঞ্ছিত করেছিলেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জহির রায়হান। অবরোধকারীরা প্রধান শিক্ষক জহির রায়হান ও শিক্ষক মোবারক হোসেনের পদত্যাগ দাবি করেন।

Advertisement

এ বিষয়ে প্রধান শিক্ষক জহির রায়হান ও শিক্ষক মোবারক হোসেনের সঙ্গে একাধিকবার যোগাযোগ করা হলেও তারা ফোন ধরেননি।

Advertisement
Advertisement
Advertisement
Loading...
×