Site Logo | সোমবার, ০৮ সেপ্টেম্বর ২০২৫
ব্রেকিং নিউজ

মাদক কিনতে গিয়ে প্রেমের ফাঁদে ফেলে ধর্ষণ, সেই জয় কুড়ি গ্রেপ্তার

মাদক কিনতে গিয়ে প্রেমের ফাঁদে ফেলে ধর্ষণ, সেই জয় কুড়ি গ্রেপ্তার

পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার জয় কুড়ি। ছবি : সংগৃহীত

Advertisement

লক্ষ্মীপুরের রায়পুরে তরুণীকে (১৪) ধর্ষণ মামলায় অভিযুক্ত জয় কুড়িকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (৩ সেপ্টেম্বর) সকাল ৭টায় সদর উপজেলা শহরের জুমুর সিনেমা হলের সামনে থেকে গ্রেপ্তার করা হয় তাকে।

গ্রেপ্তার জয় কুড়ি (২৫) রায়পুর শহরের পুর্বলাচ গ্রামের কামাল ভুইয়া সড়কের হনার বাড়ির স্বর্ণ ব্যবসায়ী অনন্ত কুড়ির ছেলে। গত ১৫ আগস্ট রাতে জয় কুড়িসহ তিনজনকে আসামি করে ভুক্তভোগীর বাবা থানায় ধর্ষণ মামলা করেন।

তবে অভিযুক্ত জয় কুড়ি বলেন, মেয়েটির বাবা মাদক ব্যবসায়ী। আমি তাদের বাসায় মাদকসেবন করতে গিয়ে পরিচয় হয়। তার সম্মতিতেই কক্সবাজার ও লক্ষ্মীপুর একটি বাসায় ছিলাম। একবার আমাদের শারীরিক মেলামেশা হয়েছে।

Advertisement

জানা যায়, জয় কুড়ি মা-বাবার অবাধ্য হয়ে স্বর্ণ ব্যবসার আড়ালে বন্ধুদের নিয়ে মাদক (ইয়াবা) সেবনে মেতে থাকত। তিন মাস আগে রাতে ইয়াবা কেনার জন্য ফোন করে লক্ষ্মীপুরের রায়পুরে মৎস্য প্রজনন ও প্রশিক্ষণ কেন্দ্রের পাশে ভাড়াটিয়া মনির হোসেনকে (৫০)। কিন্তু এই ফোন রিসিভ করে তার মেয়ে। সেই সূত্র ধরেই জয়ের সঙ্গে প্রেমের সম্পর্ক।

পরে ১৪ আগস্ট সন্ধ্যায় জয় তরুণীকে তাদের বাসার সামনে থেকে তুলে নিয়ে যান কক্সবাজার। সেখানে তাকে ৩ দিন রাখার পর লক্ষ্মীপুর শহরে একটি বাসায় ৪ দিন রেখে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে তার কপালে সিঁদুর পড়াতে গেলে বিপত্তি ঘটে। তরুণী বুঝতে পারেন জয় কুড়ি অন্য ধর্মের।

এ সময় চিৎকার দিলে আশপাশের লোকজন এগিয়ে যাওয়ার আগেই তাকে তুলে আবার রায়পুর শহরের মৎস্য প্রজনন ও প্রশিক্ষণ কেন্দ্রের সামনে ফেলে যান বলে অভিযোগ করেছেন তরুণী।

রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন ভুইয়া বলেন, ধর্ষণের ঘটনায় জয় কুড়িসহ তার ভাই, মা-বাবাকে আসামি করে থানায় মামলা করেছেন ভুক্তভোগীর বাবা মনির হোসেন। বুধবার সকাল ৭টায় লক্ষ্মীপুর জেলা শহরের জুমুর সিনেমা হলের সামনে থেকে মূল আসামি জয় কুড়িকে গ্রেপ্তার করা হয়েছে। বেলা ১১টায় তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Loading...
×