শ্যামনগরে উপজেলা পর্যায়ে পরামর্শ সভা

ছবি- শ্যামনগরে উত্তরণের স্টেকহোল্ডার পরামর্শ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখছেন উপজেলা নির্বাহী অফিসার মোছা: রণী খাতুন।
সাতক্ষীরার শ্যামনগরে উপজেলা পর্যায়ে স্থানীয় অভিযোজন কর্মপরিকল্পনা প্রনয়ন বিষয়ক স্টেকহোল্ডাদের পরামর্শ সভার আয়োজন করা হয়।
বেসরকারী সংগঠন উত্তরণের বাস্তবায়নে মঙ্গলবার (২ সেপ্টম্বর) উপজেলা পরিষদ হল রুমে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মোছা: রণী খাতুন।
ইন্টারন্যাশনাল রেসকিউ কমিটির অর্থায়নে এ সভায় মাল্টিমিডিয়ার মাধ্যমে প্রকল্প বিষয়ে উপস্থাপন করেন প্রজেক্ট কোঅর্ডিনেটর মোঃ আল-আমিন হোসেন।
পরামর্শ সভায় অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা প্রকৌশলী আব্দুস সামাদ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মো : জিয়াউর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা নাজমুল হুদা, উপজেলা সমাজসেবা কর্মকর্তা দেলোয়ার হোসেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো : হুমায়ুন কবীর, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শারিদ বিন শফিক, উপজেলা একাডেমিক সুপারভাইজার মিনা হাবিবুর রহমান, উত্তরণ শ্যামনগরের কর্মকর্তা আমিনুর রহমান, সাংবাদিকবৃন্দ, এনজিও প্রতিনিধিবৃন্দ প্রমুখ।