Site Logo | মঙ্গলবার, ০৯ সেপ্টেম্বর ২০২৫
ব্রেকিং নিউজ

ট্রেনের ধাক্কায় আধা কিলোমিটার দূরে ছিটকে পড়ল অটোরিকশা

ট্রেনের ধাক্কায় আধা কিলোমিটার দূরে ছিটকে পড়ল অটোরিকশা

ব্যাটারিচালিত অটোরিকশাকে ধাক্কা দিয়ে নিয়ে যাচ্ছে ট্রেন। ছবি : ভিডিও থেকে সংগৃহীত

Advertisement

গাজীপুরের কালীগঞ্জে রেলগেট পার হওয়ার সময় একটি ব্যাটারিচালিত অটোরিকশার ইঞ্জিন বন্ধ হয়ে যায়। এ সময় আসা দ্রুতগামী চলন্ত ট্রেনের ধাক্কায় হুকের সঙ্গে আটকে যায় অটোরিকশাটি। পরে অটোরিকশাটি আধাকিলোমিটার দূরে গিয়ে ছিটকে পড়ে।

রোববার (৩১ আগস্ট) বেলা ১১টার দিকে উপজেলার আড়িখোলা রেলস্টেশনের পশ্চিম দিকে তুমলিয়া বালক উচ্চ বিদ্যালয়ের উত্তর পাশে চুয়ারিয়াখোলা রেলক্রসিংয়ে দুর্ঘটনাটি ঘটে।

ঢাকা-টঙ্গী-ভৈরব রেলরুটে রেললাইন ক্রসিংয়ের সময় একটি ব্যাটারিচালিত অটোরিকশার স্টার্ট বন্ধ হয়ে গেলে দ্রুতগামী চলন্ত ট্রেনের সঙ্গে আটকে যায়। এ সময় প্রায় আধা কিলোমিটার দূরে গিয়ে দুমড়েমুচড়ে যাওয়া ব্যাটারিচালিত অটোরিকশাটি ট্রেন থেকে বিচ্ছিন্ন হয়ে পাশেই ছিটকে পড়ে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।

Advertisement

আড়িখোলা রেলওয়ে স্টেশন মাস্টার মো. আরমান হোসেন কালবেলাকে বিষয়টি নিশ্চিত করেন।

স্থানীয় সূত্রে জানা যায়, টঙ্গী-কালীগঞ্জ সড়ক থেকে তুমলিয়া বালক উচ্চ বিদ্যালয়ের পাশ দিয়ে একটি ব্যাটারিচালিত অটোরিকশা চুয়ারিয়াখোলা রেলক্রসিং পার হচ্ছিল। হঠাৎ করে ইঞ্জিন বন্ধ হয়ে যায়। ট্রেন আসতে দেখে চালক ব্যাটারিচালিত অটোরিকশা ফেলে দৌড়ে রেল সড়ক থেকে নেমে যায়। এ সময় ঢাকা ব্রাহ্মণবাড়িয়াগামী তিতাস কমিউটার ট্রেনটি ব্যাটারিচালিত অটোরিকশাকে ধাক্কা দেয়।

ট্রেনের সামনের অংশ হুকের সঙ্গে আটকে প্রায় আধা কিলোমিটার দূরে কাপাসিয়া রোড পার হয়ে ব্যাটারিচালিত অটোরিকশাটি ট্রেন থেকে আলাদা হয়ে যায়। এ ঘটনায় ব্যাটারিচালিত অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায়।

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Loading...
×