Site Logo | মঙ্গলবার, ০৯ সেপ্টেম্বর ২০২৫
ব্রেকিং নিউজ

সেনাবাহিনীর অভিযানে ৫২টি পাসপোর্টসহ মানবপাচারকারী গ্রেপ্তার

সেনাবাহিনীর অভিযানে ৫২টি পাসপোর্টসহ মানবপাচারকারী গ্রেপ্তার

পাসপোর্টসহ গ্রেপ্তার মানবপাচারকারী সাজেদুল ইসলাম। ছবি : সংগৃহীত

Advertisement

কুমিল্লা আদর্শ সদর উপজেলার নোয়াপাড়া এলাকায় সেনাবাহিনীর বিশেষ অভিযানে সাজেদুল ইসলাম নামে এক মানবপাচারকারী ও পাসপোর্ট জালিয়াতকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার (১৯ আগস্ট) দিবাগত রাতে আদর্শ সদর ক্যাম্পের সেনা টহল দল গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত সাজেদুল ইসলাম আদর্শ সদর উপজেলার নোয়াপাড়া গ্রামের বাসিন্দা। 

সেনাবাহিনীর পক্ষ থেকে দেয়া এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, অভিযানে সাজেদুল ইসলামের নিকট থেকে তিনটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন, একটি বাটন মোবাইল ফোন ও ৫২টি পাসপোর্ট জব্দ করা হয়। বুধবার সকালে তাকে জব্দকৃত সামগ্রী কুমিল্লা কোতোয়ালি মডেল থানায় হস্তান্তর করা হয়। 

প্রেস বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, সাজেদুল ইসলামের বিরুদ্ধে মানবপাচার, পাসপোর্ট জালিয়াতি, চাঁদাবাজি, অপহরণ এবং অস্ত্র রাখাসহ নানা অপরাধে সম্পৃক্ত থাকার অভিযোগ রয়েছে। ইতোমধ্যেই তার বিরুদ্ধে কুমিল্লা কোতোয়ালি থানায় দুটি মামলা দায়ের করা আছে। 

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Loading...
×