Site Logo | মঙ্গলবার, ০৯ সেপ্টেম্বর ২০২৫
ব্রেকিং নিউজ

"শীর্ষ সন্ত্রাসী" রাসেল ও তার তিন সহযোগী গ্রেফতার

"শীর্ষ সন্ত্রাসী" রাসেল ও তার তিন সহযোগী গ্রেফতার

তিন সহযোগীসহ গ্রেপ্তার ‘শীর্ষ সন্ত্রাসী’ রাসেল হাওলাদার। ছবি : সংগৃহীত

Advertisement

বরিশাল সদর উপজেলার চরবাড়িয়া ইউনিয়নের শীর্ষ সন্ত্রাসী, ১১টি মামলার তালিকাভুক্ত আসামি রাসেল হাওলাদারকে তিন সহযোগীসহ গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (১৫ আগস্ট) সকালে চরবাড়িয়া থেকে তাদের গ্রেপ্তার করে বরিশাল মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)।

অভিযানে নেতৃত্ব দেওয়া বরিশাল মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা শাখার পরিদর্শক ছগির হোসেন কালবেলাকে এ তথ্য নিশ্চিত করেছেন। তাদের কাছ থেকে বিপুল সংখ্যক দেশীয় অস্ত্র ও ৪শ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে বলে জানান তিনি।

Advertisement

গ্রেপ্তার রাসেল হাওলাদার বরিশাল সদর উপজেলার চরবাড়িয়া ইউনিয়নের উত্তর লামছরি গ্রামের তোফায়েল হাওলাদারের ছেলে। গ্রেপ্তার সহযোগীরা হলেন- চরবাড়িয়া এলাকার বাসিন্দা রুবেল সরদারের ছেলে রাব্বি সরদার (২৪), লালমিয়া বেপারির ছেলে শাওন বেপারি (২৫) ও বিল্লাল হাওলাদারের ছেলে মামুন হাওলাদার (২৫)।

চরবাড়িয়ার বাসিন্দা রাজু মাঝি জানান, দীর্ঘ বছর ধরে রাসেল ও তার সহযোগীরা সদর উপজেলার প্রত্যেকটি গ্রামজুড়ে মাদকবাণিজ্য করে আসছিল। এ পর্যন্ত আট-দশবার মাদক ও অস্ত্রসহ গ্রেপ্তার হয়েছে তারা। কয়েক দিন পর জামিনে মুক্ত হয়ে আবার একই ব্যবসা এবং সন্ত্রাসী কর্মকাণ্ড শুরু করে। তাদের সন্ত্রাসী কর্মকাণ্ডে মানুষ অতিষ্ঠ ছিল।

গোয়েন্দা পুলিশের পরিদর্শক ছগির হোসেন বলেন, গ্রেপ্তার হওয়া রাসেলের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। তাছাড়া অস্ত্র এবং মাদক উদ্ধারের ঘটনায় তাদের বিরুদ্ধে পৃথক মামলা হয়েছে। সে মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাদের আদালতের মাধ্যমে বরিশাল কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে।

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Loading...
×