Site Logo | মঙ্গলবার, ০৯ সেপ্টেম্বর ২০২৫
ব্রেকিং নিউজ

বরিশালে মহিউদ্দিন রনি ও ৪১ জনের বিরুদ্ধে মামলা দায়ের

বরিশালে মহিউদ্দিন রনি ও ৪১ জনের বিরুদ্ধে মামলা দায়ের

বাঁ থেকে- মহিউদ্দিন রনি, কাফি ও সিফা। ছবি : সংগৃহীত

Advertisement

বরিশাল শের-ই-বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম) হাসপাতালের চিকিৎসক, নার্স এবং কর্মকর্তা-কর্মচারীদের মানববন্ধন কর্মসূচিতে হামলার অভিযোগে থানায় এজাহার দাখিল করা হয়েছে।

বৃহস্পতিবার (১৪ আগস্ট) গভীর রাতে হাসপাতালের ওয়ার্ড মাস্টার জুয়েল চন্দ্র শীল বাদী হয়ে এজাহার দাখিল করেন।

এতে স্বাস্থ্য খাতে সংস্কার আন্দোলনের নেতৃত্ব দেওয়া মহিউদ্দিন রনি, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেত্রী এবং কনটেন্ট ক্রিয়েটরসহ ১২ জনের নামে এবং অজ্ঞাতপরিচয় ৩০ জনকে অভিযুক্ত করা হয়েছে।

Advertisement

মামলায় অভিযুক্তরা হলেন আন্দোলনের প্রধান নেতা মহিউদ্দিন রনি (৩০), রাকিন (২৫), সুনান (২৪), সিফাত (২৩), শামীম (২৫), আল মুসা (২৬), বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক নেত্রী সিফা (২২), হাসপাতালে অনশন করে অসুস্থ হয়ে পড়া শিক্ষার্থী দাইয়ান (২১), কনটেন্ট ক্রিয়েটর কাফি (৩০), এইচএম আবুল খায়ের (৫০), হাসপাতালের দালাল নুরুন নাহার (৪০) ও কনটেন্ট ক্রিয়েটর মো. সিয়াম ওরফে ন্যাভাই (৩৮)।

মামলায় অভিযোগ করা হয়েছে, বৃহস্পতিবার ‘শের-ই-বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম) হাসপাতালের সুষ্ঠু কর্ম পরিবেশের’ দাবিতে হাসপাতালের মাঝের গেটের সামনে চিকিৎসক, নার্স এবং কর্মকর্তা-কর্মচারীরা মানববন্ধন কর্মসূচি পালন করেন। এ সময় অভিযুক্তরা চাপাতি, লোহার রড, এসএস পাইপ, হকিস্টিক, লাঠিসোঁটাসহ দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে চিকিৎসক, নার্স এবং কর্মকর্তা-কর্মচারীদের ওপর অতর্কিত হামলা করে।

এর মধ্যে ১ নম্বর অভিযুক্ত মহিউদ্দিন রনি লোহার রড দিয়ে হত্যার উদ্দেশ্যে পরিচ্ছন্নতা কর্মী রফিকুল পাটোয়ারীর মাথায় আঘাত করে গুরুতর রক্তাক্ত জখম করে।


Advertisement


Advertisement
Advertisement
Advertisement
Loading...
×