Site Logo | মঙ্গলবার, ০৯ সেপ্টেম্বর ২০২৫
ব্রেকিং নিউজ

ফুটবল খেলা নিয়ে দুপক্ষের সংঘর্ষ, নিহত ২

ফুটবল খেলা নিয়ে দুপক্ষের সংঘর্ষ, নিহত ২

ফুটবল। ছবি : সংগৃহীত

Advertisement

সুনামগঞ্জের দোয়ারাবাজারে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে দুজন নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছেন।

শুক্রবার (১৫ আগস্ট) বিকালে উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- আব্দুল মতিন (বীরাঙ্গনা কাকন বিবির মেয়ের জামাই) ও আকবর। দুজনই লক্ষ্মীপুর গ্রামের স্থায়ী বাসিন্দা।

Advertisement

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার (১৫ আগস্ট) বিকেলে একটি স্থানীয় ফুটবল ম্যাচ চলাকালে দুপক্ষের মধ্যে তুমুল বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে রূপ নেয় সংঘর্ষে। সংঘর্ষে আব্দুল মতিন ও আকবর গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসাধীন অবস্থায় দুজনেই মারা যান।

এদিকে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে ঘটনার তদন্ত শুরু হয়েছে। পরবর্তী সহিংসতা এড়াতে স্থানীয়দের নিয়ে শান্তি বৈঠকের উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানা গেছে।

এ বিষয়ে দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল হক বলেন, ঘটনার খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে যাই। সংঘর্ষে আহত আরও কয়েকজনকে দোয়ারাবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও সুনামগঞ্জের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। এলাকায় উত্তেজনা বিরাজ করছে। তবে আইনশৃঙ্খলা রক্ষায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি আমাদের নিয়ন্ত্রণে রয়েছে।

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Loading...
×