Site Logo | মঙ্গলবার, ০৯ সেপ্টেম্বর ২০২৫
ব্রেকিং নিউজ

মানিকগঞ্জে ছাত্র-জনতার ওপর হামলার মামলার পলাতক আসামি সাবেক স্বাস্থ্যমন্ত্রীর এপিএসসহ ৮ জন গ্রেফতার

মানিকগঞ্জে ছাত্র-জনতার ওপর হামলার মামলার পলাতক আসামি সাবেক স্বাস্থ্যমন্ত্রীর এপিএসসহ ৮ জন গ্রেফতার

সাবেক স্বাস্থ্যমন্ত্রীর এপিএস আমিনুর রহমান সেলিম। ছবি-সংগৃহীত

Advertisement

মানিকগঞ্জে ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় দায়ের মামলার পলাতক আসামি, সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের এপিএস আমিনুর রহমান সেলিমকে গ্রেফতার করেছে পুলিশ।


বুধবার (১৩ আগস্ট) দিনভর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে সেলিমসহ মোট আটজনকে গ্রেফতার করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আমান উল্লাহ।

Advertisement


গ্রেফতারকৃত আমিনুর রহমান সেলিম সদর উপজেলার দিঘি ইউনিয়নের রমনপুর গ্রামের আলতাফ মাস্টারের ছেলে। তিনি মানিকগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের এপিএস ছিলেন।


অন্য গ্রেফতারকৃতরা হলেন—আওয়ামী লীগ নেতা মোহাম্মদ আলী চৌধুরী ওরফে টুলু, নুরুল ইসলাম নুরু, মোশারফ হোসেন, মোহাম্মদ রাজু, ইমরান মাহমুদ ইরান, নিজাম বেপারী ও আজিম মিয়া। তারা সবাই আওয়ামী লীগ ও তাদের সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী।

Advertisement


ওসি এস এম আমান উল্লাহ জানান, আসামিরা ১৫ আগস্ট উপলক্ষে সরকারবিরোধী বিভিন্ন কার্যক্রম করার পাঁয়তারা করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে তাদের অবস্থান শনাক্ত করে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত সকলের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় মামলা রয়েছে। আইনি প্রক্রিয়া শেষে আজ বৃহস্পতিবার তাদের আদালতে তোলা হবে।

Advertisement
Advertisement
Advertisement
Loading...
×