Site Logo | মঙ্গলবার, ০৯ সেপ্টেম্বর ২০২৫
ব্রেকিং নিউজ

পাকিস্তানে তিন পৃথক সন্ত্রাসী হামলায় সেনাসহ নিহত ২২

পাকিস্তানে তিন পৃথক সন্ত্রাসী হামলায় সেনাসহ নিহত ২২

বোমা বিস্ফোরণের পর কোয়েটার ওই এলাকায় নিরাপত্তা জোরালো করা হচ্ছে। সংগৃহীত ছবি

Advertisement

পাকিস্তানের বালুচিস্তান ও খাইবার পাখতুনখোয়া প্রদেশে পৃথক তিনটি সন্ত্রাসী হামলায় অন্তত ২২ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে দেশটির গুরুত্বপূর্ণ শহর কোয়েটায় এক রাজনৈতিক সমাবেশে বোমা বিস্ফোরণে অন্তত ১১ জন নিহত হয়েছেন।

স্থানীয় সময় মঙ্গলবার (২ সেপ্টেম্বর) বার্তা সংস্থা রয়টার্সকে দেশটির সরকারি কর্মকর্তা হামজা শফাৎ বলেন, ‘আমাদের প্রাপ্ত তথ্যে জানা গেছে, সমাবেশ শেষে মানুষ যখন বের হচ্ছিল। ঠিক তখনই পার্কিং এলাকায় বিস্ফোরণ ঘটে।’

ওই কর্মকর্তার ধারণা এটি আত্মঘাতী বোমা হামলা। এতে অন্তত ৩০ জন আহত হয়েছেন। বিস্ফোরণের কারণ খুঁজছে পুলিশ।

Advertisement

বালুচিস্তান ন্যাশনাল পার্টি-মেনগাল (বিএনপি-এম) এর শীর্ষ স্থানীয় নেতা সাজিদ তারিন জানিয়েছেন, র‌্যালিটি যখন চলে যাচ্ছিল তখন বোমা বিস্ফোরণ ঘটে। পার্কিং লটের ঠিক আগে। এতে দলটির অনেক কর্মী হতাহত হয়েছেন বলে জানিয়েছেন। কোয়েটার শাহওয়ানি স্টেডিয়ামে দলটির প্রতিষ্ঠাতা আতাউল্লাহ মেনগালের মৃত্যুবার্ষিকীতে দলের নেতা-কর্মীরা এক হয়েছিলেন। 

এরআগে, দেশটির খাইবার পাখতুনখোয়া প্রদেশে জঙ্গিদের হামলায় অন্তত ৬ সেনা নিহত হয়েছে। এএফপি জানিয়েছে, ওই ঘটনার আগে এবং পরে সেনা অভিযানে চার দিনের মধ্যে ৫০ জন জঙ্গিকে হত্যা করা হয়েছে। অন্য ঘটনাটি ঘটেছে বালুচিস্তানে। ইরান সীমান্তে মঙ্গলবার ৫ জন মারা গেছেন। তবে কারা ওই ব্যক্তিদের হত্যা করেছে, তা কেউ স্বীকার করেনি।

Advertisement
Advertisement
Advertisement
Loading...
×