গাজায় দুর্ভিক্ষে আরও ১০ জনের মৃত্যু, অনাহারে শিশুদের ঝুঁকি চরমে

ছবি: সংগৃহীত
ইসরায়েলের অবরোধ ও অব্যাহত হামলার কারণে ফিলিস্তিনের যুদ্ধবিধ্বস্ত গাজায় ভয়াবহভাবে ছড়িয়ে পড়ছে দুর্ভিক্ষ। অপুষ্টি ও অনাহারে গত ২৪ ঘণ্টায় আরও ১০ জনের মৃত্যু হয়েছে, যাদের মধ্যে দুই শিশু রয়েছে। ফলে যুদ্ধ শুরুর পর থেকে গাজায় ক্ষুধায় মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩১৩ জনে, যার মধ্যে ১১৯ জনই শিশু।
জাতিসংঘ সতর্ক করেছে, গাজায় দুর্ভিক্ষ এখন আর সম্ভাবনা নয়, বরং বাস্তবতা। সংস্থাটির মানবিক সহায়তা বিষয়ক উপপ্রধান জয়েস মুসুইয়া জানিয়েছেন, উত্তর-মধ্য গাজার বিভিন্ন এলাকায় দুর্ভিক্ষ ইতোমধ্যেই চলছে। সেপ্টেম্বরের শেষ নাগাদ এটি দক্ষিণের দেইর আল-বালাহ ও খান ইউনিস পর্যন্ত ছড়িয়ে পড়তে পারে।
তিনি বলেন, বর্তমানে পাঁচ লাখেরও বেশি মানুষ অনাহার, দারিদ্র্য ও মৃত্যুর ঝুঁকিতে রয়েছে। সেপ্টেম্বরের শেষে এ সংখ্যা বেড়ে ৬ লাখ ৪০ হাজার ছাড়িয়ে যেতে পারে। গাজার কোনো মানুষই ক্ষুধা থেকে রক্ষা পাচ্ছে না।
আন্তর্জাতিক মানবিক সহায়তা সংস্থাগুলো বলছে, ইসরায়েলের অবরোধের কারণে খাদ্য ও চিকিৎসা সরবরাহ বন্ধ থাকায় অনাহারে শিশুদের মৃত্যুহার বেড়েই চলেছে। জাতিসংঘ নিরাপত্তা পরিষদে দেওয়া এক বিবৃতিতে কর্মকর্তারা এটিকে ‘ইচ্ছাকৃতভাবে সৃষ্ট মানবসৃষ্ট বিপর্যয়’ বলে অভিহিত করেছেন। সূত্র: আনাদুলু এজেন্সি