Site Logo | মঙ্গলবার, ০৯ সেপ্টেম্বর ২০২৫
ব্রেকিং নিউজ

নির্মাণাধীন সেতুর দড়ি ছিঁড়ে নিহত ৭, নিখোঁজ ৯

নির্মাণাধীন সেতুর দড়ি ছিঁড়ে নিহত ৭, নিখোঁজ ৯

নির্মাণাধীন সেতুর দড়ি ছিঁড়ে নিহত ৭, নিখোঁজ ৯

Advertisement

উত্তর-পশ্চিম চীনের কিংহাই প্রদেশে শুক্রবার ভোরে নির্মাণাধীন একটি রেলসেতুর দড়ি ছিঁড়ে পড়ে যাওয়ায় সাতজন নিহত হয়েছেন এবং নয়জন এখনও নিখোঁজ রয়েছেন। চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম এই তথ্য নিশ্চিত করেছে।

বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, স্থানীয় সময় ভোর ৩টার দিকে দুর্ঘটনাটি ঘটে। দুর্ঘটনার সময় ইয়েলো নদীর ওপর নির্মাণাধীন সেতুটিতে ১৫ জন শ্রমিক এবং একজন প্রকল্প ব্যবস্থাপক কাজ করছিলেন।

চীনের রাষ্ট্রীয় সংবাদপত্র পিপলস ডেইলি জানায়, সিচুয়ান-কিংহাই রেলওয়ের এই সেতুটি বিশ্বের বৃহত্তম স্প্যানযুক্ত ডাবল-ট্র্যাক রেলওয়ে কন্টিনিউয়াস স্টিল ট্রাস আর্চ সেতু হিসেবে বিবেচিত। এটি ইয়েলো নদীর ওপর নির্মিত চীনের প্রথম রেলওয়ে স্টিল ট্রাস আর্চ ব্রিজ, এবং দেশের দ্বিতীয় দীর্ঘতম সেতু।

Advertisement

পিপলস ডেইলি ওয়েবসাইটে প্রকাশিত ছবিতে দেখা গেছে, সেতুটির মাঝখানের অংশ এখনও অসম্পূর্ণ। সেখানে দুটি বিশাল ভারা টাওয়ার ও একাধিক ক্রেন স্থাপন করা রয়েছে।

নিখোঁজদের সন্ধানে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে বলে জানানো হয়েছে।

এর আগে, ২০২৪ সালের ডিসেম্বরে দক্ষিণ চীনের শেনজেন শহরে একটি রেলপথ নির্মাণস্থলে ভূমিধসে ১৩ জন নিখোঁজ হন। তবে ওই ঘটনায় কেউ জীবিত উদ্ধার হননি

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Loading...
×