নেপালকে উড়িয়ে জয়ের পথে ফিরল বাংলাদেশের মেয়েরা

ছবি: সংগৃহীত
সাফ অনূর্ধ্ব-১৭ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপে জয়ের ধারায় ফিরেছে বাংলাদেশ দল। গত ম্যাচে ভারতের কাছে হারের পর আজ রবিবার (২৪ আগস্ট) ভুটানের চাংলিমিথাং স্টেডিয়ামে নেপালের বিপক্ষে ৩-০ গোলের দাপুটে জয় পেয়েছে অপির্তা বিশ্বাসরা।
বাংলাদেশ এই ম্যাচে দুটি গোলই পেয়েছে প্রথমার্ধে। ম্যাচের ৪১ মিনিটে থৈনু মারমা কর্নার থেকে জটলার মধ্যে কোনাকুনি শটে দলকে প্রথম গোল এনে দেন। এর চার মিনিট পরই দ্বিতীয় গোল আসে। মিডফিল্ড থেকে সাজানো এক আক্রমণে সুরভী আকন্দ প্রীতি নেপালের গোলরক্ষককে একা পেয়ে বক্সের বাইরে থেকেই দূরপাল্লার শটে বল জালে জড়িয়ে দেন।
বিরতির পর নেপাল গোলের জন্য মরিয়া হয়ে উঠলেও একাধিক সহজ সুযোগ নষ্ট করে। ৬২ মিনিটে বাংলাদেশের অফসাইড ট্র্যাপ ভেদ করে নেপালের দুই ফরোয়ার্ড গোলরক্ষককে একা পেয়েও বল জালে জড়াতে পারেননি। আগুয়ান গোলরক্ষকের হাতে বল জমা দেন তারা।
এই ম্যাচে বাংলাদেশের ফরোয়ার্ড সুরভী আকন্দ প্রীতির হ্যাটট্রিক করার সুযোগ ছিল। ৮০ মিনিট এবং ইনজুরি সময়ে তার নেওয়া দুটি শক্তিশালী শট বারে লেগে ফেরত আসে, ফলে গোলবঞ্চিত হন তিনি। ৮৫ মিনিটে থৈনু মারমার দূরপাল্লার শটও পোস্টে লেগে ফেরে। তবে ইনজুরি সময়ে বদলি ফুটবলার রিয়া গোলরক্ষক ও ডিফেন্ডারকে কাটিয়ে বাংলাদেশের হয়ে তৃতীয় গোলটি নিশ্চিত করেন।
সাফ অনূর্ধ্ব-১৭ টুর্নামেন্টটি ডাবল রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে অনুষ্ঠিত হচ্ছে। বাংলাদেশ ইতোমধ্যে ভুটান ও নেপালকে হারালেও ভারতের বিপক্ষে একটি হার রয়েছে। শিরোপা জয়ের জন্য পয়েন্ট টেবিলের শীর্ষস্থান ধরে রাখতে আগামী ম্যাচগুলোতেও এই ধারাবাহিকতা বজায় রাখতে হবে।