Site Logo | মঙ্গলবার, ০৯ সেপ্টেম্বর ২০২৫
ব্রেকিং নিউজ

বিয়ের ভুয়া প্রতিশ্রুতি দিয়ে ধর্ষণের দায়ে যুবকের ২০ বছর কারাদণ্ড

বিয়ের ভুয়া প্রতিশ্রুতি দিয়ে ধর্ষণের দায়ে যুবকের ২০ বছর কারাদণ্ড

প্রতীকী ছবি

Advertisement

ক্ষুদ্র নৃগোষ্ঠীর এক নারীকে বিয়ের ভুয়া প্রতিশ্রুতি দিয়ে ধর্ষণের দায়ে এক যুবককে ২০ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) ভারতীয় পুলিশ এ তথ্য জানিয়েছে। খবর এনডিটিভি

এদিন আদালতের অতিরিক্ত সেশনে বিচারক জেসমিন শর্মা অভিযুক্ত ব্যক্তিকে ৫০ হাজার রুপি জরিমানা করেন। অনাদায়ে তাকে আরও এক বছরের কারাদণ্ড দেওয়া হয়।

পুলিশ জানিয়েছে, ২০২১ সালের ১৬ জুন সেক্টর ৯-এ পুলিশ স্টেশনে এক ব্যক্তি মামলা দায়ের করেন। এতে তিনি বলেন, তার ১৫ বছর বয়সী মেয়েকে এক যুবক বিয়ের প্রলভন দেখিয়ে ধর্ষণ করে। অভিযুক্ত ব্যক্তি হলেন যুবরাজ মণ্ডল। তিনি পশ্চিমবঙ্গের বাসিন্দা। এ ঘটনায় তাকে গ্রেপ্তার করে শহরের একটি আদালতে হাজির করার পর বিচার বিভাগীয় হেফাজতে পাঠানো হয়।

Advertisement

পুলিশ আরও জানায়, এ মামলার পর পুলিশ অধিক তদন্তের দায়িত্ব পায় এবং প্রত্যক্ষদর্শীদের তথ্যানুযায়ী আদালতে চার্জশিট দাখিল করা হয়।

গুরুগ্রামের পুলিশের মুখপাত্র এ কথা জানান, ওই চার্জশিটের ভিত্তিতে বৃহস্পতিবার আদালত অভিযুক্ত যুবককে ২০ বছরের কারাদণ্ড এবং ৫০ হাজার রুপি জরিমানা করে।

Advertisement
Advertisement
Advertisement
Loading...
×