Site Logo | মঙ্গলবার, ০৯ সেপ্টেম্বর ২০২৫
ব্রেকিং নিউজ

ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার জনপ্রিয় অভিনেতা আশিস কাপুর

ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার জনপ্রিয় অভিনেতা আশিস কাপুর

অভিনেতা আশিস কাপুর। ছবি : সংগৃহীত

Advertisement

টেলিভিশনের পরিচিত মুখ আশিস কাপুর এবার বড় এক বিতর্কের মুখে। তার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ উঠেছে এবং পুলিশ তাকে মহারাষ্ট্রের পুনে থেকে গ্রেপ্তার করেছে। বিষয়টি প্রকাশ্যে আসতেই ভারতীয় বিনোদন জগতে শুরু হয়েছে তুমুল আলোচনা।

পুলিশ সূত্রে জানা গেছে, গত আগস্ট মাসে দিল্লিতে একটি হাউস পার্টির সময় এক নারীকে শৌচাগারে ধর্ষণ করার অভিযোগ ওঠে আশিসের বিরুদ্ধে। ভুক্তভোগী নারী ১১ আগস্ট দিল্লির সিভিল লাইনস থানায় এফআইআর করেন। অভিযোগ পেয়ে দিল্লি পুলিশ তার খোঁজে অভিযান চালায়।

মুঠোফোনের লোকেশন ট্র্যাক করে শেষ পর্যন্ত পুনে থেকে গ্রেপ্তার করা হয় আশিসকে।

Advertisement

তদন্ত এখনো চলছে। তবে পুলিশ জানিয়েছে, প্রথমে ভুক্তভোগী নারী আশিসসহ একাধিক অজ্ঞাতপরিচয় ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ করেন। পরে তিনি শুধু আশিসের নামেই অভিযোগ দেন।

অভিযোগকারী দাবি করেছেন, এই ঘটনার ভিডিও তোলা হয়েছিল। তবে পুলিশ এখন পর্যন্ত এমন কোনো ভিডিও প্রমাণ পায়নি। মেডিকেল রিপোর্ট এখনো হাতে আসেনি বলেও জানিয়েছে পুলিশ।

সিসিটিভি ফুটেজ ও প্রত্যক্ষদর্শীদের বক্তব্য অনুযায়ী, পার্টির সময় আশিস ও ওই নারী একসঙ্গে টয়লেটে ঢোকেন। অনেকক্ষণ বাইরে না আসায় দরজায় ধাক্কা দিতে থাকেন অতিথিরা। এরপর বাইরে বেরিয়ে উভয়ের মধ্যে বাগ্‌বিতণ্ডা শুরু হয় এবং পরিস্থিতি সোসাইটির গেট পর্যন্ত গড়ায়।

নারীর অভিযোগ, পরে আশিসের এক বন্ধুর স্ত্রী তার ওপর হামলা চালান ও মারধর করেন।

Advertisement

আশিস কাপুর ভারতের ছোট পর্দার পরিচিত অভিনেতা। তিনি অভিনয় করেছেন সরস্বতীচন্দ্র, চাঁদ ছুপা বাদল মে, লাভ ম্যারেজ ইয়া অ্যারেঞ্জড ম্যারেজ, ইয়ে রিশতা ক্যায়া কহলাতা হ্যায়। ইয়ে রিশতা ক্যায়া কহলাতা হ্যায় থেকেই সবচেয়ে বেশি পরিচিতি পান তিনি।

অভিনয়ের পাশাপাশি আশিস ইন্টেরিয়র ডিজাইনার হিসেবেও কাজ করেছেন। সোশ্যাল মিডিয়ায়ও তিনি বেশ সক্রিয় ছিলেন। তবে ঘটনার পর তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হয়েছে।

যেহেতু বিষয়টি এখনো তদন্তাধীন, তাই পুলিশ এবং আদালতের চূড়ান্ত সিদ্ধান্ত না আসা পর্যন্ত কারও বিরুদ্ধে দোষ প্রমাণিত হয়েছে বলা ঠিক নয়। তবে এমন অভিযোগ যে একজন জনপ্রিয় অভিনেতার বিরুদ্ধে উঠেছে, তা নিঃসন্দেহে গুরুতর এবং তা নিয়ে সবারই সতর্কভাবে কথা বলা উচিত।

Advertisement
Advertisement
Advertisement
Loading...
×