Site Logo | মঙ্গলবার, ০৯ সেপ্টেম্বর ২০২৫
ব্রেকিং নিউজ

গাইবান্ধায় কবরস্থান থেকে ৩০টি কঙ্কাল চুরি

গাইবান্ধায় কবরস্থান থেকে ৩০টি কঙ্কাল চুরি

কবর খুঁড়ে কঙ্কাল চুরি। ছবি : সংগৃহীত

Advertisement

গাইবান্ধার সাঘাটায় ৩টি গ্রামের পারিবারিক কবরস্থান থেকে তিন দিনে ৩০টি কঙ্কাল চুরির ঘটনা ঘটেছে। রোববার (২৪ আগস্ট) বিষয়টি স্বজনদের নজরে আসায় এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন কচুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লিয়াকত আলী খন্দকার।

স্থানীয় সূত্রে জানা যায়, কয়েক দিন ধরে এই এলাকায় অনেক বৃষ্টিপাত হচ্ছে। ফলে রাতে নিরিবিলি পাওয়ায় চোর কচুয়া, সরদার পাড়াসহ এলাকার বিভিন্ন কবরস্থান থেকে ৩০টি কঙ্কাল চুরির করে নিয়ে যায়। তারা অন্যান্য কবরের কঙ্কাল রক্ষায় স্থানীয় প্রশাসনের সুদৃষ্টি কামনা করেছেন।

Advertisement

এ বিষয়ে সাঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাদশা আলম বলেন, এ ঘটনায় কোনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেব।

Advertisement
Advertisement
Advertisement
Loading...
×