নির্বাচনে অংশ নেওয়ার ইচ্ছে নেই : প্রধান উপদেষ্টা

বার্নামাকে দেওয়া সাক্ষাৎকারে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। ছবি : সংগৃহীত
সক্রিয় রাজনীতিতে যোগ দেওয়া বা কোনো নির্বাচনে অংশগ্রহণের কোনো ইচ্ছা নেই বলে মালয়েশিয়ায় দেওয়া এক সাক্ষাৎকারে জানিয়েছেন ড. মুহাম্মদ ইউনূস। মালয়েশিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা বার্নামাকে দেওয়া ওই আলাপচারিতায় তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, 'গত এক বছরে আমরা অনেকটা পথ পাড়ি দিয়েছি। এই আগস্ট মাসে আমাদের প্রথম বছর শেষ হচ্ছে। আমরা বেশ কিছু লক্ষ্য অর্জন করেছি, যার মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হলো ঐকমত্য কমিশন গঠন। এই কমিশন ১১টি সংস্কার কমিশনের সুপারিশের ভিত্তিতে কাজ করছে। আমরা আশা করছি, এই মাসের শেষ নাগাদ তারা নির্বাচন সংক্রান্ত সংস্কার বিষয়ে তাদের প্রতিবেদন জমা দেবেন। এর মাধ্যমে একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনী ব্যবস্থা প্রতিষ্ঠা করা সম্ভব হবে।'
ড. ইউনূস আরও বলেন, 'আমরা এই প্রক্রিয়ার চূড়ান্ত পর্যায়ে রয়েছি। এই মাসের শেষের দিকে ঐকমত্য কমিশনের প্রতিবেদন পাওয়া যাবে বলে আশা করা যায়।'
তিনি উল্লেখ করেন, এই কমিশনের ওপর রাজনৈতিকভাবে সংবেদনশীল বিভিন্ন ইস্যুতে সব রাজনৈতিক দলের সমর্থন আদায়ের দায়িত্বও অর্পণ করা হয়েছে। তিনি বলেন, 'রাজনৈতিক ক্ষেত্রে ঐকমত্য অপরিহার্য। যেমন, সংসদ এককক্ষবিশিষ্ট হবে নাকি দ্বিকক্ষবিশিষ্ট হবে - এটি নিয়ে ব্যাপক বিতর্ক রয়েছে।'
ড. ইউনূস বলেন, 'দেশ এখন সঠিক পথে এগোচ্ছে। আগামী বছরের ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠানের জন্য বাংলাদেশ সম্পূর্ণ প্রস্তুত। এবারের নির্বাচন গত তিনটি 'অগ্রহণযোগ্য' নির্বাচনের চেয়ে সম্পূর্ণ ভিন্ন হবে। দীর্ঘদিন পর প্রথমবারের মতো জনগণ একটি সত্যিকারের নির্বাচন দেখতে পাবে। কারণ আগের নির্বাচনগুলো ছিল 'প্রহসনমূলক'। সেসব নির্বাচনে ভোটাররা ভোটকেন্দ্রেই যায়নি। মানুষ জানতেই পারেনি, ভোটকেন্দ্রে আসলে কী ঘটেছে।'
তিনি আরও বলেন, 'যেসব কোটি কোটি ভোটার শেখ হাসিনার শাসনামলে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেননি, তাদের জন্য এবারের নির্বাচন হবে একটি বিশাল সুযোগ।'