Site Logo | মঙ্গলবার, ০৯ সেপ্টেম্বর ২০২৫
ব্রেকিং নিউজ

সাঈদীর স্মরণে লেখা আজহারীর ফেসবুক পোস্ট ‘ভাইরাল’

সাঈদীর স্মরণে লেখা আজহারীর ফেসবুক পোস্ট ‘ভাইরাল’

দেলাওয়ার হোসাইন সাঈদী ও মিজানুর রহমান আজহারী। ছবি : কোলাজ

Advertisement

প্রখ্যাত ইসলামী ব্যক্তিত্ব আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীর স্মরণে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন কোরআনের ব্যাখ্যাতা ড. মিজানুর রহমান আজহারী একটি হৃদয়স্পর্শী পোস্ট শেয়ার করেছেন। গত ১৪ আগস্ট সন্ধ্যায় তার ফেসবুক পেজে প্রকাশিত এই পোস্টটি সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত ভাইরাল হয়ে যায়। পোস্টটি প্রকাশের অল্প সময়ের মধ্যেই এটি তিন লাখ সত্তর হাজারের বেশি রিঅ্যাকশন, একান্ন হাজার কমেন্ট এবং সাড়ে নয় হাজারের বেশি শেয়ার সংগ্রহ করে।

ড. আজহারী তার পোস্টে লিখেছেন, "আল্লামা সাঈদী রহিমাহুল্লাহর অসামান্য অবদান জাতি চিরকাল স্মরণ করবে। মহান আল্লাহ তাকে তার পবিত্র বাণীর সত্যিকার বাহক হিসেবে কবুল করুন এবং জান্নাতের উচ্চ মর্যাদা দান করুন।"

উল্লেখ্য, ১৪ আগস্ট ছিল বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও কোরআনের ব্যাখ্যাকার আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীর দ্বিতীয় মৃত্যুবার্ষিকী। ২০২৩ সালের এই দিনে রাত সাড়ে আটটায় ঢাকার একটি হাসপাতালে তিনি ইন্তেকাল করেন। তবে তার মৃত্যুকে ঘিরে বিতর্কের অবসান হয়নি।

Advertisement

বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও রাজশাহী-১ আসনের সাবেক সংসদ সদস্য অধ্যাপক মুজিবুর রহমান সাঈদীর মৃত্যুকে "চিকিৎসাকালীন হত্যাকাণ্ড" বলে উল্লেখ করেছেন। তিনি সাঈদীর চিকিৎসায় নিয়োজিত চিকিৎসক ও সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান এক বিবৃতিতে দাবি করেন, পিজি হাসপাতালের কারাগারে চিকিৎসার অপর্যাপ্ত ব্যবস্থা ও অবহেলার কারণেই সাঈদীর মৃত্যু হয়েছে। তিনি অভিযোগ করেন যে, হাসপাতাল কর্তৃপক্ষ ও চিকিৎসকরা যথাযথ চিকিৎসা প্রদান করেননি, এমনকি মৃত্যুর আগে তার পরিবারকে সাক্ষাতের অনুমতি দেওয়া হয়নি।

আল্লামা সাঈদীর মৃত্যুর পর ঢাকায় তার জানাজা অনুষ্ঠিত হতে দেয়নি কর্তৃপক্ষ। লাখো শোকাহত অনুসারী জানাজার দাবিতে রাস্তায় নেমে এলে পুলিশ কাঁদানে গ্যাস, সাউন্ড গ্রেনেড ও গুলিবর্ষণ করে। এতে শতাধিক মানুষ আহত হন। শেষ পর্যন্ত তার মরদেহ পিরোজপুরের গ্রামের বাড়িতে নিয়ে গিয়ে সেখানেই জানাজা ও দাফন সম্পন্ন করা হয়। লাখো শোকাহত মানুষ অশ্রুসিক্ত চোখে তাদের প্রিয় এই আলেমের জন্য মহান আল্লাহর দরবারে ক্ষমা ও উচ্চ মর্যাদা কামনা করেন।

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Loading...
×