Site Logo | সোমবার, ০৮ সেপ্টেম্বর ২০২৫
ব্রেকিং নিউজ

তারেক রহমানের নির্বাচনী অঙ্গীকার: 'মিলেমিশে দেশ গড়ব'

তারেক রহমানের নির্বাচনী অঙ্গীকার: 'মিলেমিশে দেশ গড়ব'

বিএনপির তিন সংগঠনের যৌথ যুব সমাবেশে বক্তব্য রাখেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ছবি: সংগৃহীত

Advertisement

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান মঙ্গলবার এক ভার্চুয়াল সমাবেশে দেশবাসীর কাছে তার দলের পরিকল্পনা তুলে ধরেন। আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে আয়োজিত এই সমাবেশে তিনি বলেন, "ধানের শীষে ভোট দিলে আমরা মিলেমিশে দেশ গড়ব।"

তারেক রহমান লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে বলেন, "ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ গড়তে আগামী নির্বাচনে বিএনপিকে সুযোগ দিন। আমরা সকল রাজনৈতিক শক্তিকে নিয়ে কাজ করব।" তিনি বিশেষভাবে যুবশক্তির উন্নয়নের ওপর জোর দেন। "দেশের ৬৫% কর্মক্ষম জনগোষ্ঠীকে দক্ষ জনশক্তিতে পরিণত করাই আমাদের লক্ষ্য," বলেন তিনি।

বিএনপি নেতা বেকারত্ব দূরীকরণকে তার দলের প্রধান লক্ষ্য হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, "প্রযুক্তিনির্ভর যুব সমাজ গড়ে তুলতে আমরা বিশেষ নীতি গ্রহণ করব। কারিগরি শিক্ষা ও প্রশিক্ষণের মাধ্যমে যুবাদের দক্ষ করে গড়ে তোলা হবে।"

Advertisement

সমাবেশে তারেক রহমান আগামী ফেব্রুয়ারির নির্বাচন সম্পর্কে বলেন, "আমরা অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ।" তিনি দেশবাসীর কাছে আবেদন করেন, "ধানের শীষে ভোট দিয়ে আপনারা যেন দেশ গড়ার সুযোগ দেন।"

বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে বিএনপির তিন অঙ্গসংগঠন - জাতীয়তাবাদী যুব দল, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল ও জাতীয়তাবাদী ছাত্র দলের যৌথ উদ্যোগে এই সমাবেশের আয়োজন করা হয়। তারেক রহমান তার বক্তব্যে ডেমোগ্রাফিক ডিভিডেন্ডের সুযোগ কাজে লাগানোর ওপরও জোর দেন।


Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Loading...
×