পূর্বাচলে চুরি হচ্ছে মাটি, থানায় অভিযোগ রাজউকের

পূর্বাচলের ৫ নং সেক্টর থেকে মাটি লুট করে নেয়ার পর তৈরি হয়েছে গর্ত
রাজধানীর উপকণ্ঠে পূর্বাচল নতুন শহর প্রকল্পের বিভিন্ন সেক্টর থেকে রাতের আঁধারে মাটি চুরি হচ্ছে। এ নিয়ে সংশ্লিষ্ট থানায় অভিযোগ জানিয়ে চিঠি দিয়েছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)।
রাজউক সূত্রে জানা গেছে, পূর্বাচল এলাকায় বেশ কয়েকটি সেক্টরের লাল মাটি চুরি করছে একটি সংঘবদ্ধ চক্র। রাতের আঁধারে চক্রটি ট্রাকে করে মাটি নিয়ে যাচ্ছে। তবে নীরব এলাকা হওয়ায় হাতেনাতে চক্রের কাউকে ধরা সম্ভব হচ্ছে না। বিষয়টির বিস্তারিত উল্লেখ করে রাজউকের প্রকৌশল শাখা থেকে নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানা ও নারায়ণগঞ্জ পুলিশ সুপারের কাছে চিঠি দেয়া হয়েছে। চিঠি দেয়ার এক মাস পেরিয়ে গেলেও কোনো অপরাধীকে শনাক্ত করতে পারেনি পুলিশ।
ঢাকার ক্রমবর্ধমান আবাসন সংকট নিরসনে ১৯৯৫ সালে রাজউক হাতে নেয় পূর্বাচল নতুন শহর প্রকল্প। তিন দশক পরও প্রকল্পটি অবহেলায় পড়ে আছে। মৌলিক নাগরিক সুবিধার অভাব, অপর্যাপ্ত অবকাঠামো ও দীর্ঘসূত্রতায় বিপর্যস্ত প্রকল্পটি এখন হতাশায় ফেলেছে প্লট বরাদ্দপ্রাপ্তদের।
৬ হাজার ১৫০ একর জমির ওপর ১৯৯৫ সালে শুরু হয় পূর্বাচল নতুন শহর প্রকল্পের কাজ। শুরুতে বলা হয়েছিল, ২০১৩ সালের ডিসেম্বরের মধ্যেই প্রকল্পের কাজ শেষ হবে। ৩০টি সেক্টরের মধ্যে ২৬ হাজার আবাসিক প্লটের পরিকল্পনা থাকলেও এ পর্যন্ত হস্তান্তর হয়েছে ২১ হাজারের মতো। কিন্তু নির্মাণকাজ শুরু হয়েছে মাত্র ৩০০টির মতো প্লটে।
এর মধ্যেই উপশহরটির লাল মাটি লুট হওয়ার ঘটনা ঘটছে। গত রোববার পূর্বাচলের ৩, ৪, ৫ ও ১০ নম্বরসহ বেশ কয়েকটি সেক্টর ঘুরে দেখা যায়, বিভিন্ন জায়গা থেকে মাটি সরিয়ে নেয়া হয়েছে। মাটি সরিয়ে নেয়ার আলামত পাওয়া গেলেও কোনো মানুষজনের দেখা পাওয়া যায়নি।
মাটি চুরি হওয়ার বিষয়ে পার্শ্ববর্তী মার্কেট বা দোকানিদের সঙ্গে কথা বললে তারা জানান, রাতের আঁধারে মাটি চুরি হয়। জড়িতরা এ মাটি বিভিন্ন জায়গায় বিক্রি করে। কিন্তু দিনের বেলায় কাউকে দেখা যায় না। স্পষ্ট করে কারো নামও বলতে চাননি তারা।
রাজউক জানায়, বেশ কিছুদিন ধরেই পূর্বাচলের মাটি লুট হওয়ার ঘটনা ঘটছে। বিষয়টি উল্লেখ করে গত ২৭ জুলাই রাজউকের প্রধান প্রকৌশলী মো. নুরুল ইসলাম নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জকে (ওসি) একটি চিঠি লেখেন। চিঠির অনুলিপি নারায়ণগঞ্জের পুলিশ সুপার, রূপগঞ্জের উপজেলা নির্বাহী কর্মকর্তাকে দেয়া হয়।
এ ব্যাপারে রাজউকের প্রধান প্রকৌশলী মো. নুরুল ইসলাম বণিক বার্তাকে বলেন, ‘আমরা পূর্বাচলে মাটি লুট হওয়ার ঘটনার কথা জানতে পারি। সেখানে গিয়ে সরেজমিন দেখেছি মাটি সরিয়ে নেয়া হয়েছে। একজনের নামও আমরা পেয়েছি। এসব বিষয় উল্লেখ করে থানাকে ব্যবস্থা নেয়ার জন্য চিঠি দিয়েছি।’
রাজউক সূত্র জানিয়েছে, পূর্বাচলে মাটি চুরি হওয়ার ঘটনা গত এক বছরে বেড়েছে। এ প্রসঙ্গে রাজউকের এক কর্মকর্তা বলেন, ‘আগে ৫০ জন আনসার নিয়োজিত ছিল। প্রজেক্ট শেষ হওয়ায় সেখান থেকে কর্মকর্তা ও আনসাররা চলে আসার পর এখন পুরো এলাকা নীরব হয়ে পড়েছে। তাই এখন সেখানে কোনো মনিটরিং করার সুযোগ নেই। ফলে লাল মাটি চুরি হয়ে যাচ্ছে।’
চিঠি দেয়ার এক মাস পেরিয়ে গেলেও এ ব্যাপারে কোনো অপরাধীকে শনাক্ত করতে পারেনি পুলিশ। এ প্রসঙ্গে রূপগঞ্জ থানার ওসি মো. তরিকুল ইসলাম বণিক বার্তাকে বলেন, ‘রাজউক আমাদের কাছে চিঠি দিয়েছে। আমরা বিষয়টি তদন্ত করছি। তবে এখনো কাউকে গ্রেফতার করতে পারিনি।’
রাজউকের তথ্য অনুযায়ী, পূর্বাচল নতুন শহর প্রকল্পে আবাসিক প্লট আছে মোট ২৬ হাজার ২১৩টি। এর মধ্যে তিন কাঠা আয়তনের ১১ হাজার ২০৯টি, পাঁচ কাঠা আয়তনের ১০ হাজার ৩৬১টি, সাড়ে সাত কাঠা আয়তনের ২ হাজার ৬১৮টি, ১০ কাঠা আয়তনের ২ হাজার ২৫টি প্লট রয়েছে।
এছাড়া অন্যান্য প্লট আছে ৩ হাজার ৫৬৩টি। এর মধ্যে ১৫টি অ্যাপার্টমেন্ট ব্লক, প্রশাসনিক ৪৭২, বাণিজ্যিক ১ হাজার ৩৩, শিক্ষাপ্রতিষ্ঠান ও আরবান ফ্যাসিলিটিজ প্লট রয়েছে ২ হাজার ৪৩টি। আর স্থানীয় অধিবাসী ও ক্ষতিগ্রস্তদের বরাদ্দ দেয়া প্লটের সংখ্যা ৭ হাজার ৮৬৪।