Site Logo | মঙ্গলবার, ০৯ সেপ্টেম্বর ২০২৫
ব্রেকিং নিউজ

শান্তি রক্ষা মিশনে যোগ দিতে ১৮০ পুলিশ সদস্যের ঢাকা ত্যাগ

শান্তি রক্ষা মিশনে যোগ দিতে ১৮০ পুলিশ সদস্যের ঢাকা ত্যাগ

ছবি: সংগৃহীত

Advertisement

বাংলাদেশ পুলিশের একটি ফরমড পুলিশ ইউনিট (এফপিইউ) জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে অংশ নিতে গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের উদ্দেশে রওনা হয়েছে।

মঙ্গলবার (২৬ আগস্ট) রাত ১২টা ৪৫ মিনিটে ৭০ জন নারী পুলিশসহ মোট ১৮০ সদস্যের এই কন্টিনজেন্ট হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে। কন্টিনজেন্টের নেতৃত্ব দিচ্ছেন পুলিশ সুপার জান্নাত আফরোজ।

বিমানবন্দরে শান্তিরক্ষীদের বিদায় জানান অতিরিক্ত আইজি (ক্রাইম অ্যান্ড অপারেশন্স) খন্দকার রফিকুল ইসলাম, ডিআইজি (অপারেশন্স) রেজাউল করিম এবং পুলিশ হেডকোয়ার্টার্সের ইউএন অপারেশন্স উইংয়ের কর্মকর্তারা।

Advertisement

২০০৫ সাল থেকে বাংলাদেশ পুলিশের ফরমড পুলিশ ইউনিট এবং ২০১১ সাল থেকে নারী কন্টিনজেন্ট কঙ্গোতে শান্তিরক্ষা কার্যক্রমে অংশ নিচ্ছে। এর আগে ১৯৮৯ সালে নামিবিয়া মিশনের মাধ্যমে জাতিসংঘ শান্তিরক্ষা অভিযানে বাংলাদেশ পুলিশের যাত্রা শুরু হয়।

বর্তমানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ পুলিশের ২১৫ জন সদস্য দায়িত্ব পালন করছেন। এর মধ্যে ১৭৮ জন এফপিইউ সদস্য এবং ৩৭ জন ইন্ডিভিজুয়াল পুলিশ অফিসার (আইপিও)। পাশাপাশি ৭৫ জন নারী পুলিশও কাজ করছেন—যাদের মধ্যে ৬৮ জন এফপিইউতে এবং ৭ জন আইপিও পদে রয়েছেন।

এ পর্যন্ত ২১ হাজার ৮১৬ জন বাংলাদেশি পুলিশ সদস্য জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে সুনামের সঙ্গে দায়িত্ব পালন শেষে দেশে ফিরেছেন। শান্তিরক্ষায় কাজ করতে গিয়ে সর্বোচ্চ ত্যাগ স্বীকার করেছেন বাংলাদেশের ২৪ জন সাহসী পুলিশ সদস্য।

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Loading...
×