Site Logo | সোমবার, ০৮ সেপ্টেম্বর ২০২৫
ব্রেকিং নিউজ

ইসরায়েলের হামলায় প্রধানমন্ত্রীর মৃত্যুর খবর নিশ্চিত করল হুতিরা

ইসরায়েলের হামলায় প্রধানমন্ত্রীর মৃত্যুর খবর নিশ্চিত করল হুতিরা
Advertisement

২০২৪ সালের আগস্ট থেকে ইয়েমেনে হুতি নেতৃত্বাধীন সরকারের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করা আহমেদ আল-রাহাওয়ি ইসরায়েলি বিমান হামলায় নিহত হয়েছেন বলে নিশ্চিত করেছে হুতি কর্তৃপক্ষ। গত বৃহস্পতিবার ইয়েমেনের রাজধানী সানায় এই হামলা চালানো হয়।

হামলার ঘটনাটি ঘটে সরকারের বার্ষিক কর্ম মূল্যায়নের একটি কর্মশালায়। এতে আহমেদ আল-রাহাওয়িসহ বেশ কয়েকজন মন্ত্রী নিহত হন। গাজায় চলমান যুদ্ধের কারণে এই অঞ্চলে উত্তেজনা বৃদ্ধির প্রেক্ষাপটে ইসরায়েল ইয়েমেনে এই হামলা চালায়।

ইসরায়েলের সামরিক বাহিনী এক বিবৃতিতে জানায়, তারা সানায় ‘হুতি সন্ত্রাসী সরকারের একটি সামরিক লক্ষ্যবস্তুতে’ হামলা চালিয়েছে। গাজায় ফিলিস্তিনিদের প্রতি সংহতি প্রকাশ করে লোহিত সাগর ও এডেন উপসাগরে ইসরায়েলি ও পশ্চিমা জাহাজে হুতিরা হামলা চালিয়ে আসছে। এর প্রতিক্রিয়ায় ইসরায়েল সাম্প্রতিক মাসগুলোতে ইয়েমেনে একাধিকবার হামলা করেছে।

Advertisement

হুতিরা বারবার জানিয়েছে যে ইসরায়েলি হামলা তাদের ফিলিস্তিনিদের সমর্থনে পরিচালিত সামরিক কার্যক্রম থেকে বিরত রাখতে পারবে না। এই হামলার চার দিন আগেও সানায় ইসরায়েলি বিমান হামলায় অন্তত ১০ জন নিহত এবং ৯০ জনের বেশি আহত হয়েছিল। 

ইসরায়েলি সেনাদের ভাষ্যমতে, গত রোববারের সেই হামলায় হুতিদের বিভিন্ন সামরিক স্থাপনা, এমনকি প্রেসিডেন্ট প্রাসাদও লক্ষ্যবস্তু ছিল। সূত্র: আল জাজিরা

Advertisement
Advertisement
Advertisement
Loading...
×