Site Logo | মঙ্গলবার, ০৯ সেপ্টেম্বর ২০২৫
ব্রেকিং নিউজ

ইউরোপের লিগগুলোতে দল কমানোর প্রস্তাব ব্রাজিল কোচ আনচেলত্তির

ইউরোপের লিগগুলোতে দল কমানোর প্রস্তাব ব্রাজিল কোচ আনচেলত্তির

কার্লো আনচেলত্তি। ছবি: সংগৃহীত

Advertisement

অতিরিক্ত ম্যাচ আর খেলোয়াড়দের ক্রমবর্ধমান ইনজুরি নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি। ইউরোপের শীর্ষ লিগগুলোতে এক মৌসুমে ২০ দলের পরিবর্তে ১৮ দল রাখার প্রস্তাব দিয়েছেন এই অভিজ্ঞ ইতালিয়ান কোচ।

ইতালিয়ান দৈনিক ইল জর্নালে-কে দেওয়া এক সাক্ষাৎকারে সাবেক এই রিয়াল কোচ বলেন, ‘হ্যাঁ, আমরা অনেক বেশি খেলছি এবং খারাপ খেলছি। ফুটবল এখন বিশ্লেষণী, তীব্র ও দ্রুততর। কিন্তু ফিফা ও উয়েফাকে অবশ্যই ক্যালেন্ডার পুনর্বিবেচনা করতে হবে। অনেক ম্যাচ মানসম্মত নয়, আর ইনজুরি বেড়ে যাচ্ছে।’

তার মতে, লিগের দল কমালে অপ্রয়োজনীয় ও নিম্নমানের ম্যাচ এড়ানো যাবে, ব্যয়ও যুক্তিসঙ্গত হবে। তবে এই পরিবর্তনের জন্য সংশ্লিষ্ট পক্ষগুলোর ঐকমত্য জরুরি বলেও মন্তব্য করেন আনচেলত্তি। ‘আমি মনে করি ২০ থেকে ১৮ দলে নামিয়ে আনা ভালো সমাধান। তবে সবার সম্মতি ছাড়া তা সম্ভব নয়।’

Advertisement

কেন কোচ ও খেলোয়াড়রা সিদ্ধান্ত গ্রহণের টেবিলে যথেষ্ট প্রভাব ফেলতে পারেন না—এমন প্রশ্নে খোলামেলা উত্তর দিয়েছেন তিনি। ‘আমরাই সবচেয়ে বেশি বেতন পাই, হয়তো সে কারণেই আমাদের কথা শোনানো হয় না।’

রিয়াল মাদ্রিদের হয়ে দীর্ঘদিন একসঙ্গে কাজ করা লুকা মদ্রিচ এখন নতুন চ্যালেঞ্জে নামছেন এসি মিলানে। প্রাক্তন শিষ্যের নতুন যাত্রা নিয়ে আশাবাদী আনচেলত্তি বলেন, ‘আমি ওর সঙ্গে কথা বলেছি। মদ্রিচ মিলানের দর্শকদের আনন্দ দেবে, সিরি আ-তে নিজের ছাপ রাখবে। সে দারুণ পেশাদার; গত মৌসুমে একটি ট্রেনিংও বাদ দেয়নি।’

নতুন কোচ আলেগ্রির অধীনে মদ্রিচকে ঘিরে নতুন স্বপ্ন দেখছে মিলান। আনচেলত্তিও আলেগ্রির প্রতি আস্থা প্রকাশ করে বলেন, ‘মিলান ঠিক লোককেই দায়িত্ব দিয়েছে। আলেগ্রি গুরুত্বপূর্ণ এক নাম, যাকে দল এবং ক্লাব দুটোই প্রয়োজন ছিল।’

এদিকে ব্রাজিল দলের দায়িত্ব নেওয়ার শুরুতেই অবসর প্রসঙ্গও ঘুরে আসে। তবে তাতে বিশেষ আগ্রহ দেখাননি তিনি। ‘আমার সামনে তিনটা পথ—এখানেই থাকি, নতুন কিছু খুঁজি, অথবা থেমে যাই।’—বলেছেন ৬৬ বছর বয়সী এই কোচ।

Advertisement

তবে ইতালিকে ভোলেননি আনচেলত্তি। স্বদেশের প্রতি টান নিয়ে হেসে বলেন, ‘আমি যেটা সবচেয়ে বেশি মিস করি, সেটা হলো আমার বোন অ্যাঞ্জেলার বানানো টরটেলিনি (ইতালিয়ান খাবার)।’

Advertisement
Advertisement
Advertisement
Loading...
×