Site Logo | সোমবার, ০৮ সেপ্টেম্বর ২০২৫
ব্রেকিং নিউজ

আন্তর্জাতিক ফুটবল থেকে ইসরায়েলকে নিষিদ্ধের দাবি

আন্তর্জাতিক ফুটবল থেকে ইসরায়েলকে নিষিদ্ধের দাবি

ইসরায়েল ফুটবল দল। ছবি: সংগৃহীত

Advertisement

গাজায় চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে ইসরায়েলকে সাময়িকভাবে আন্তর্জাতিক ফুটবল প্রতিযোগিতা থেকে নিষিদ্ধ করার দাবি জানিয়েছে ইতালির কোচদের সংগঠন ইতালিয়ান ফুটবল কোচেস অ্যাসোসিয়েশন। সংগঠনটি এ বিষয়ে ইতালির ফুটবল ফেডারেশনের কাছে আনুষ্ঠানিকভাবে চিঠি দিয়েছে, যা উয়েফা ও ফিফাকেও পাঠানো হবে।

চিঠিতে বলা হয়েছে, ইসরায়েলকে থামতে হবে। ফুটবলকেও পদক্ষেপ নিতে হবে। প্রতিদিনের হত্যাযজ্ঞের প্রেক্ষাপটে অসংখ্য ম্যানেজার, কোচ ও অ্যাথলেট প্রাণ হারাচ্ছেন। এ কারণে ইসরায়েলকে সাময়িকভাবে ক্রীড়া প্রতিযোগিতা থেকে নিষিদ্ধ করার দাবি ন্যায়সঙ্গত, প্রয়োজনীয় এবং মানবিক কর্তব্য।

আগামী ৮ সেপ্টেম্বর হাঙ্গেরির ডেব্রেসেনে বিশ্বকাপ বাছাইপর্বে নিরপেক্ষ ভেন্যুতে ইসরায়েলের বিপক্ষে মুখোমুখি হবে ইতালি। ফিরতি ম্যাচটি হবে ১৪ অক্টোবর, ইতালির উদিনে শহরে। এই দুই ম্যাচের আগেই এমন অবস্থান জানাল এআইএসি।

Advertisement

সংগঠনটির সহসভাপতি জিয়ানকার্লো কামোলেসে বলেন, আমরা চাইলে চোখ বন্ধ করে শুধু খেলায় মনোযোগ দিতে পারতাম। কিন্তু সেটা মানবিকভাবে সঠিক নয়।
আরেক সহসভাপতি ফ্রান্সেসকো পেরোন্ডি বলেন, বিশ্ব এখন উত্তাল, ফিলিস্তিনিদের মতো অসংখ্য মানুষ অকল্পনীয় কষ্টের মধ্যে আছে। এই বাস্তবতায় নির্লিপ্ত থাকা একেবারেই অগ্রহণযোগ্য।

প্রসঙ্গত, গত অক্টোবরেও ইসরায়েলের বিপক্ষে ম্যাচে বিক্ষোভের মুখে পড়েছিল ইতালি। সেই সময় উদিনের স্টেডিয়ামে কড়া নিরাপত্তা নেওয়া হয়, এমনকি ছাদে স্নাইপারও মোতায়েন ছিল।

এদিকে চলমান যুদ্ধে এখন পর্যন্ত গাজায় ফিলিস্তিনি নিহতের সংখ্যা ৬২ হাজার ছাড়িয়েছে বলে পাওয়া তথ্য জানিয়েছে বিভিন্ন সংস্থা।

অন্যদিকে, সম্প্রতি জার্মান ট্যাবলয়েড বিল্ড জানায়, সমর্থকদের তীব্র আপত্তির মুখে ইসরায়েলি স্ট্রাইকার শন ওয়েইসম্যানকে দলে ভেড়ানোর সিদ্ধান্ত থেকে সরে এসেছে বুন্দেসলিগা-২ ক্লাব ফর্চুনা ডুসেলডর্ফ। কারণ, ওই খেলোয়াড় গাজা যুদ্ধ নিয়ে বিতর্কিত সামাজিক যোগাযোগমাধ্যম পোস্ট করেছিলেন।

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Loading...
×