নতুন মৌসুমে নিজেদের প্রথম ম্যাচে রাতে মাঠে নামছে বার্সেলোনা ও ম্যানসিটি

লা লিগা ও ইংলিশ প্রিমিয়ার লিগে নিজেদের প্রথম ম্যাচে রাতে মাঠে নামছে বার্সেলোনা ও ম্যানচেস্টার সিটি। ছবি: সংগৃহীত
Advertisement
মৌসুম শুরুর আগেই শুভ সূচনা স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনার। হুয়ান গাম্পার ট্রফি জয়ের সুখস্মৃতি এখনো জ্বলজ্বলে ব্লগরানাদের। এবারের লক্ষ্যটা আরো বড়। নিউ মিশনে নতুন চ্যালেঞ্জের অপেক্ষায় কাতালানরা। সেই চ্যালেঞ্জ মোকাবেলা করতে সিজনের প্রথম ম্যাচ থেকেই সিরিয়াস হ্যান্সি ফ্লিকের দল।
গেলো
মৌসুমে লা লিগায় দাপটের সঙ্গে লড়াই করে শিরোপা জিতে নেয় বার্সেলোনা। এরপর
প্রাক মৌসুমেও নিজেদের আধিপত্য বিস্তার করে এশিয়া সফরে। প্রি সিজনে বেশ
কয়েকটি প্রস্তুতি ম্যাচ খেলে কাতালানরা। সেই ম্যাচগুলোকে হুয়ান গাম্পার
ট্রফির প্রস্তুতি হিসেবে কাজে লাগিয়ে বাজিমাত করে দলটা। এবার নতুন মৌসুম
শুরুর আগে এই ট্রফিটা আত্মবিশ্বাস জোগাবে কাতালানদের।
নতুন
মৌসুম শুরুর প্রথম দিনই মাঠে নামতে হয়নি বার্সেলোনার। দ্বিতীয় দিনে
কাতালানরা মাঠে নামবে মায়োর্কার বিপক্ষে। লা লিগা অভিযান শুরুর আগে নিজেদের
সেরা ছন্দ নিয়ে মাঠে নামার লক্ষ্য দলটার। নতুন মৌসুমে মোটে দুইজন ফুটবলার
দলে ভিড়িয়েছে বার্সা।
হুয়ান
গার্সিয়া আর মার্কাস রাশফোর্ডকে দলে ভিড়িয়ে চলতি মৌসুমের শুরু থেকেই জয়ের
লক্ষ্য হ্যান্সি ফ্লিকের দলের। মৌসুমের শুরুর ম্যাচেই কোচ পাচ্ছেন না
রবার্ট লেভানডোভস্কি, টের স্টেগেন, রদ্রিগেজদের। তবে তা নিয়ে খুব একটা
ভাবছেন না কোচ।
গেলো
মৌসুমে টেবিলের দশে থেকে লিগ শেষ করা মায়োর্কার বিপক্ষে ম্যাচ জয়েই চোখ
বার্সা কোচের। তবে, নতুন মৌসুমের জন্য প্রয়োজন অনুযায়ী ফুটবলার দলে ভেড়াতে
না পারায় ক্ষুব্ধ ফ্লিক।
‘আমার
কাছে শিরোপা মূল বিষয় না। মৌসুম শেষে ট্রফির হিসেব আসে। আমার কাছে
গুরুত্বপূর্ণ হলো আমাদের দলের অগ্রগতি। আমরা কতটুকু উন্নতি করতে পারছি। আমি
মনে করি আমাদের আরো উন্নতির জায়গা আছে, শেখার সুযোগ আছে। বর্তমানে আমরা
ভালো অবস্থানে আছি। তবে মৌসুমের শেষ পর্যন্ত পথটা অনেক দীর্ঘ।’
এদিকে
ইপিএলের দ্বিতীয় দিনে মাঠে নামতে যাচ্ছে জায়ান্ট ম্যানচেস্টার সিটি।
অপেক্ষাকৃত দুর্বল উলভারহ্যাম্পটনের বিপক্ষে লড়বে লিগে নিজেদের প্রথম
ম্যাচে। বেশ কিছু নতুন ও পুরোনোদের নিয়ে চলতি মৌসুমে ঘুরে দাঁড়ানোর লক্ষ্য
কোচ পেপ গার্দিওলার।
গেলো
মৌসুমের ব্যর্থতা ঘোচানোর মিশনে ম্যাচ বাই ম্যাচ জয়ে চোখ দলটার। উলভসের
বিপক্ষে মাঠে নামার আগে অতীত পরিসংখ্যান বাড়তি আত্মবিশ্বাস জোগাবে সিটিকে।
কেননা, দু’দলের খেলা শেষ ২১ ম্যাচের ১৪টিতে জয় আছে সিটির, বিপরীতে চার
ম্যাচে জয় পেয়েছে উলভস। এছাড়াও নিজেদের ঘরের মাঠে এই ম্যাচ জিততে
প্রতিপক্ষকে এক চুলও ছাড় দেবে না ম্যানচেস্টার সিটি।
Advertisement