Site Logo | মঙ্গলবার, ০৯ সেপ্টেম্বর ২০২৫
ব্রেকিং নিউজ

হৃদয় ভঙ্গের পর বুঝতে পেরেছি, যাকে খুঁজছিলাম তার অস্তিত্বই নেই : শবনম ফারিয়া

হৃদয় ভঙ্গের পর বুঝতে পেরেছি, যাকে খুঁজছিলাম তার অস্তিত্বই নেই : শবনম ফারিয়া
Advertisement

অভিনেত্রী শবনম ফারিয়া সামাজিক যোগাযোগমাধ্যমে বরাবরই খোলামেলা মন নিয়ে কথা বলেন। কখনো ব্যক্তিজীবনের অভিজ্ঞতা, কখনো সমাজ নিয়ে মন্তব্য, সব সময়েই তার ভক্তদের দৃষ্টি কাড়ে এসব লেখা। এবার নিজের ভালোবাসাহীনতা ও তথাকথিত সেলিব্রেটি জীবন না পাওয়া নিয়ে সরাসরি কথা বলেছেন এই অভিনেত্রী।

সম্প্রতি নিজের ফেসবুক পোস্টে ফারিয়া লিখেছেন, ‘‘আমি কখনো তথাকথিত ‘সেলিব্রিটি’ জীবন পাইনি। কারণ, আমি কখনো তাদের একজন ছিলামই না। ছাত্রজীবন থেকে শুরু করে আজ পর্যন্ত, আমি কখনো অসাধারণ ছিলাম না। আমি সবসময়ই সাধারণ ছিলাম। কিন্তু চিন্তায় ছিলাম আলাদা।”

ভালোবাসা প্রসঙ্গে এই অভিনেত্রী লেখেন, ‘সবার কাছে সুখের সংজ্ঞা এক নয়। কারও কাছে এটা সম্পদ, কারও কাছে ক্ষমতা। আমার কাছে সুখ মানেই ভালোবাসা—পরিবার, বন্ধু, অপরিচিত, এমনকি বিশেষ কারও কাছ থেকে।’

Advertisement

তার ভাষায়, ‘‘জীবনে ভালোবাসা পাওয়া তার জন্য বরাবরই কঠিন ছিল। সম্পর্ক নিয়ে হতাশাও প্রকাশ করেছেন ফারিয়া। লিখেছেন, ‘ভালোবাসা, সত্যিকারের ভালোবাসা, আমার জীবনে খুবই প্রশ্নবোধক। অথবা সবচেয়ে বড় হতাশা। এখন পেছনে তাকালে মনে হয়, আমার রুচি আসলেই খুব খারাপ ছিল। হয়তো আমি বেছে নিয়েছি আত্মমগ্ন, অহংকারী কিংবা আবেগে অনুপলব্ধ কিছু পুরুষকে।”

তিনি আরও বলেন, ‘কয়েকটি ব্যর্থ সম্পর্ক ও মনভাঙার পর বুঝেছি—যাকে খুঁজছি, তার হয়তো বাস্তবে অস্তিত্বই নেই। অনেক উপন্যাস ও কোরিয়ান নাটক দেখে হয়তো মনের মধ্যে এক কাল্পনিক চরিত্র তৈরি করেছি।’

তবুও আশাবাদী এই অভিনেত্রী। লেখেন, ‘আমার ভিতরের সেই নিঃশব্দ রোমান্টিক মানুষটা আজও আছে। অপেক্ষা করে, একদিন কেউ এসে চুপচাপ আমার গল্প শুনবে, আমার ত্রুটিগুলো জেনেও পাশে থাকবে।’


Advertisement


Advertisement
Advertisement
Advertisement
Loading...
×