Site Logo | সোমবার, ০৮ সেপ্টেম্বর ২০২৫
ব্রেকিং নিউজ

নির্বাচনী রোডম্যাপের পর অনেকের অস্থিরতা বেড়েছে : মোনায়েম মুন্না

নির্বাচনী রোডম্যাপের পর অনেকের অস্থিরতা বেড়েছে : মোনায়েম মুন্না

যুবদলের সভাপতি আব্দুল মোনায়েম মুন্না। পুরোনো ছবি

Advertisement

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট প্রস্তুতিতে নির্বাচন কমিশন (ইসি) রোডম্যাপের ঘোষণা দেওয়ার পর অনেকের অস্থিরতা বেড়েছে বলে মন্তব্য করেছেন জাতীয়তাবাদী যুবদলের সভাপতি আব্দুল মোনায়েম মুন্না।

শুক্রবার (২৯ আগস্ট) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে এ মন্তব্য করেন তিনি।

ফেসবুক পোস্টে মোনায়েম মুন্না আরও বলেন, মববাজি করে কেউ পরিবেশ ঘোলাটে করার অপচেষ্টা করছে। যুবদলের সকল স্তরের নেতাকর্মীকে সতর্ক থাকার আহ্বান জানাই। কোনো প্রকার উসকানির ফাঁদে পা দেওয়া যাবে না।

Advertisement

ত্রয়োদশ জাতীয় নির্বাচন সামনে রেখে ২৪টি গুরুত্বপূর্ণ কাজকে প্রাধান্য দিয়ে বৃহস্পতিবার (২৮ আগস্ট) রোডম্যাপ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। গুরুত্বপূর্ণ কাজগুলোর মধ্যে আছে- সংসদীয় আসনের সীমানা নির্ধারণ, ভোটার তালিকা চূড়ান্তকরণ, রাজনৈতিক দল নিবন্ধন ও দেশি পর্যবেক্ষক সংস্থার নিবন্ধন চূড়ান্ত করা। ঘোষিত রোডম্যাপ অনুযায়ী, ত্রয়োদশ জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে ২০২৬ সালের ফেব্রুয়ারি মাসের প্রথমার্ধে। আর তপশিল ঘোষণা করা হবে চলতি বছরের ডিসেম্বরের প্রথমার্ধে।


Advertisement
Advertisement
Advertisement
Loading...
×