Site Logo | সোমবার, ০৮ সেপ্টেম্বর ২০২৫
ব্রেকিং নিউজ

নির্বাচন কমিশনের ওপর যে ‘গুরুতর অভিযোগ’ তুললেন ব্যারিস্টার ফুয়াদ

নির্বাচন কমিশনের ওপর যে ‘গুরুতর অভিযোগ’ তুললেন ব্যারিস্টার ফুয়াদ

ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। ছবি: সংগৃহীত

Advertisement

নির্বাচন কমিশন দায়সারা নির্বাচন করার উদ্যোগ নিতে যাচ্ছে বলে অভিযোগ তুলেছেন এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। সেইসঙ্গে, বর্তমান পরিস্থিতিতে কমিশন নির্বাচন করাতে পারবে কি না, তা নিয়েও সংশয় প্রকাশ করেছেন তিনি।

পাশাপাশি, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন জুলাই সনদের অধীনে করার দাবি জানিয়েছেন এবি পার্টির এই নেতা। বলেছেন, নির্বাচনের তারিখ যদি পিছিয়েও দেওয়া হয়, তাতেও আমাদের কোনো আপত্তি থাকবে না। 

শুক্রবার (২৯ আগস্ট) দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

Advertisement

ব্যারিস্টার ফুয়াদ বলেন, দায়সারা নির্বাচন করার উদ্যোগ নিতে যাচ্ছে কমিশন। বর্তমান পরিস্থিতিতে কমিশন নির্বাচন করাতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে। ইসি বা নির্বাচনী কর্মকর্তার কারও ভালো করার অভিজ্ঞতা নেই। অথচ এসব ঠিক না করে নির্বাচন করলে সামনের নির্বাচন হবে ইতিহাসের সুষ্ঠু কিন্তু একতরফা।

তিনি বলেন, ভোটারের বয়স কমানোর বিষয়টি কমিশন এখনো আলোচনায় আনেনি। ভোটের দিন যাদের বয়স ১৭ হবে তাদের ভোট দেয়ার সুযোগ দিতে হবে।

নির্বাচনী রোডম্যাপ ঘোষণার বিষয়ে এবি পার্টির নেতা বলেন, রাজনৈতিক দলগুলো কোন প্রক্রিয়ায় মনোনয়ন দেবে, রোডম্যাপে সেসব নিয়ে কোনো কথা নেই। প্রচারণার উপকরণে অনেক খরচ হয়। তবে ইসি যদি সাধারণ পোস্টার করত তাহলে এতে অর্থের অপচয় কমত, পরিবেশও বাঁচত।

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Loading...
×